শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


সুদানের দারফুরে জাতিগত সংঘর্ষে নিহত ৪০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুর অঞ্চলে তিনদিনের জাতিগত সংঘর্ষে কমপক্ষে ৪০ জন নিহত ও ৫৮ জন আহত হয়েছে বলে সোমবার জানিয়েছে জাতিসংঘ।

শাদ সীমান্তবর্তী পশ্চিম দারফুরের রাজধানী আল-জেনিনার বাসিন্দারা জানান, সহিংসতা থেকে বাঁচতে লোকজন ওই এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছে। জাতিসংঘের মানবিক সমন্বয় কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ৩ এপ্রিল থেকে ৪০ জন লোক মারা গেছে। এতে আরও বলা হয়, আল-জেনিনা শহরে আরব ও অনারব জাতিগত গ্রুপের মধ্যে এ সংঘর্ষ ঘটে। শহরে উত্তেজনা চলছে। খবর ভয়েস অব আমেরিকার।

সুদানের প্রতিরক্ষা পরিষদ পশ্চিম দারফুরে জরুরি অবস্থা জারি এবং সেনা মোতায়েন করেছে। জাতিসংঘের হিসাব মতে, দারফুর অঞ্চলে ২০০৩ সালে শুরু হওয়া গৃহযুদ্ধে প্রায় তিন লাখ লোক প্রাণ হারিয়েছে। এ ছাড়া ২৫ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে।

ওই অঞ্চলে জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়ন গত ৩১ ডিসেম্বর তাদের শান্তিরক্ষা মিশন শেষ করে। এ কারণে এখানকার বাসিন্দারা আবারও সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন। জানুয়ারিতে সংঘর্ষে দুইশরও বেশি লোক নিহত হয়েছে, যা বিগত কয়েক বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক রক্তপাতের ঘটনা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ