শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


ডিবি অফিসে হারপিক খেয়ে আসামির আত্মহত্যার চেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহীতে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে (ডিবি) হারপিক খেয়ে মো. রবিন (২৩) নামের এক আসামি আত্মহত্যার চেষ্টা করেছেন। মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মো. রবিন নগরীর সাধুরমোড় এলাকার মৃত মোস্তফা ছেলে রবিন। ছিনতাইয়ের ঘটনায় পুলিশ তাকে গ্রেফতার করে।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ডিবির উপ-কমিশনার (ডিসি) আবু আহাম্মদ আল মামুন বলেন, গত শনিবার (৩ এপ্রিল) নগরীর মহিষবাথান এলাকায় একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। তিন-চারজন ছিনতাইকারী ছুরি ধরে রওশন আরা বেগম নামে এক নারী ও তার ছেলের কাছ থেকে একটি স্মার্টফোন, নগদ সাড়ে পাঁচ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় রওশন আরা ডিবি পুলিশে অভিযোগ দেন।

পরে ডিবি পুলিশ ছিনিয়ে নেয়া ফোনটির অবস্থান শনাক্ত করে মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে ফোনসহ রবিনকে আটক করে। এরপর তার বিরুদ্ধে নগরীর রাজপাড়া থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। পরে আসামিকে আদালতে নেয়ার জন্য ডিবি কার্যালয়ে নেয়া হয়।

ডিবি কার্যালয়ে গিয়ে রবিন শৌচাগারে যেতে চান। তাকে শৌচাগারে নিয়ে যাওয়ার তিন মিনিট পর সেখান থেকে বেরিয়ে আসেন রবিন। এরপর হাজতে অসুস্থ হয়ে পড়লে শৌচাগারে হারপিক খাওয়ার বিষয়টি তিনি তিনি পুলিশকে জানান। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ডিসি আবু আহাম্মদ আল মামুন আরও জানান, বর্তমানে তার শারীরিক অবস্থা ভাল বলে চিকিৎসকরা জানিয়েছেন। সুস্থ হওয়ার পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। আসামি রবিনের বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া থানায় আরও ছয়টি মামলা আছে বলেও জানান তিনি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ