
মঙ্গলবারের মধ্যে কওমিসহ সব মাদরাসার তথ্য চেয়েছে সরকার
আওয়ার ইসলাম: কওমি মাদ্রাসাসহ দেশের সকল মাদ্রাসার তথ্য চেয়েছে সরকার।… ...
আওয়ার ইসলাম: করোনাভাইরাসের টিকা নিলে রোজা নষ্ট হবে না বলে জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে প্রধান মুফতি শায়খ ড. আহমাদ বিন আব্দুল আজিজ আল-হাদ্দাদ। সম্প্রতি এ খবর প্রকাশ করেছে গাল্ফ নিউজ।
মুফতি শায়খ ড. আহমাদ সংযুক্ত আরব আমিরাতের ওয়াকফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের ফতোয়া বিভাগীয় প্রধান।
মুফতি শায়খ ড. আহমাদ জানান, রোজাদার ব্যক্তি মুখ, নাক ও অন্যান্য খোলা অঙ্গ-প্রত্যঙ্গ দিয়ে কোনো খাবার, পানীয় ও ওষুধ জাতীয় কোনো কিছু গ্রহণ করতে পারবে না। আর করোনার টিকা সূঁচের মাধ্যমে (ইন্ট্রামাস্কুলার) মাংসে নেয়া হয়। সূঁচের মাধ্যমে মাংসে টিকা নিয়ে রোজা ভাঙবে না বিধায় রোজাদার ব্যক্তি করোনার টিকা গ্রহণ করতে পারবে।
এমডব্লিউ/