fbpx
           
       
           
       
শনিবার ময়মনসিংহ ইত্তেফাকুল উলামার সীরাত মাহফিলে উপস্থিত থাকবেন শীর্ষ আলেমগণ
মার্চ ০৫, ২০২১ ৯:০৮ অপরাহ্ণ

আওয়ার ইসলাম: প্রতিবছরের ন্যায় এবারও বৃহত্তর ময়মনসিংহের আলেম-উলামাদের সংগঠন ‘ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী’ বৃহৎ পরিসরে সীরাতুন্নবী সা. সম্মেলনের আয়োজন করেছে।

আগামীকাল শনিবার (৬ মার্চ) নগরীর ঐতিহাসিক আঞ্জুমানে ঈদগাহ ময়দানে সকাল ১০টায় সীরাত মাহফিল শুরু হবে। রাতে মোনাজাতের মধ্য দিয়ে মাহফিল শেষ হওয়ার কথা রয়েছে।

জানা যায়, সম্মেলনে হাটহাজারী মাদরাসার শায়খুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরীসহ মোফাসসিরে কোরআন মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী, শায়খুল হাদিস মাওলানা মুহাম্মদ মামুনুল হক, মুফতি দেলোয়ার হোসাইন, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ূবি, মাওলানা হাসান জামিল, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা খুরশেদ আলম কাসেমি, মাওলানা মুশতাকুন্নবী, মাওলানা নজরুল ইসলাম কাসেমি, মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি, মুফতি নোমান কাসেমি, মাওলানা মাহমুদুল হাসান গুনভি, মুফতি রেজওয়ান রফিকি ও মুফতি লুৎফর রহমান ফরায়েজিসহ দেশের শীর্ষস্থানীয় আলেমগণ উপস্থিত থাকবেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সীরাতুন্নবী সা. সম্মেলন-২০২১ উপলক্ষে ‘আল ইত্তেফাক’ নামে একটি সীরাত স্মারক প্রকাশ করা হয়েছে। স্মারকে দেশের খ্যাতিমান লেখকদের লেখা রয়েছে। মাহফিল প্রাঙ্গণ এবং ময়মনসিংহ ইসলামি বইমেলার স্টলে স্মারকটি পাওয়া যাবে।

ইত্তেফাকুল উলামার কেন্দ্রীয় সিরাতুন্নবী সা. সম্মেলন উপলক্ষে নগরীর ঐতিহ্যবাহী বড় মসজিদ চত্বরে পাঁচ দিনব্যাপী ইসলামি বইমেলারও আয়োজন করা হয়েছে। মেলা চলবে আগামী ৮ মার্চ রাত ৯টা পর্যন্ত। মেলা প্রাঙ্গণ প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত।

মেলায় অংশ নিয়েছে- রাহনুমা প্রকাশনী, মাকতাবাতুল আসলাফ, আর রিহাব পাবলিকেশন্স, মাকতাবাতুল আযহার, মাকতাবাতুল হাসান, হুদহুদ প্রকাশন, সাফীনা বুকস ও কতোকিছু ডটকম। প্রতি বছরের মতো এবারও স্বনামধন্য লেখক, সাহিত্যিক, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীরা মেলায় উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, ১৯৯৩ সালের ১২ আগস্ট অরাজনৈতিক সংগঠন হিসেবে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী যাত্রা শুরু করে। ইতোমধ্যে সংগঠনটি আলেম-উলামেদের ঐক্যের দৃষ্টান্তে পরিণত হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বড় পরিসরে সীরাত মাহফিলের আয়োজন করে আসছে। এ ছাড়া মাদরাসা শিক্ষার উন্নয়ন, মানবতার সেবাসহ বাতিল অপশক্তির বিরুদ্ধে সংগঠনটি তাদের শক্ত অবস্থান ধরে রেখে এগিয়ে চলছে। একইসঙ্গে বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে সাহয্যের হাত বাড়িয়ে নজীর সৃষ্টি করেছে ইত্তেফাকুল উলামা।

-এটি