শনিবার, ৩০ আগস্ট ২০২৫ ।। ১৫ ভাদ্র ১৪৩২ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
শাপলার চেতনা আগামীর বাংলাদেশের মাইলফলক: ইবনে শাইখুল হাদিস ২৬ সেপ্টেম্বর থেকে প্রাথমিক শিক্ষকদের আমরণ অনশনের ঘোষণা ‘নুরের ওপর হামলায় দেশের নেতৃত্ব নিয়ে সন্দেহ তৈরি হয়েছে ’ বাংলাদেশ বিনির্মাণে সবার নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে: মির্জা ফখরুল জুলাই আন্দোলনের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র প্রতিহত করতে হবে : খেলাফত মহাসচিব ফ্যাসিবাদ পুনর্বাসনের যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে: ইসলামী আন্দোলন মহাসচিব শিক্ষার মানোন্নয়ন ও নববি মানস গঠনে সমন্বিত উদ্যোগ জরুরি: মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধের দাবি রাশেদের তুরস্কে পালিত হলো ১০৩তম বিজয় দিবস, আতাতুর্কের সমাধিতে এরদোয়ানের শ্রদ্ধা এই ঐক্যজোট ওই ঐক্যজোট নয়

শনিবার ফরিদাবাদ মাদরাসার ইসলাহি মজলিস ও খতমে বুখারি: থাকছেন যে আলেমগণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রেদওয়ান বিন মোর্তজা।।

দেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের বার্ষিক ইসলাহী মজলিস ২৭ ফেব্রুয়ারি। রাজধানী ঢাকার গেণ্ডারিয়ায় অবস্হিত এ প্রতিষ্ঠানটির বার্ষিক ইসলাহী মজলিস ও খতমে বুখারি ঢাকাস্থ মাদরাসা শিক্ষার্থীদের কাছে অন্যতম আকর্ষণ। বরাবরের মত এবারও বার্ষিক এ আয়োজন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে মাদরাসা কর্তৃপক্ষ।

এবারের বার্ষিক মজলিসে জামিয়ার পক্ষ থেকে সকল ফারেগীন ফুযালাদের বিশেষভাবে দাওয়াত দেয়া হয়েছে। তাই এবারের আয়োজন সাবেক শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণে পুনর্মিলনীতে রূপ নিবে- এমনটি আশা করা হচ্ছে।

সকাল দশটা থেকে মজলিসের প্রথম অধিবেশন শুরু হবে, চলবে দুপুর পর্যন্ত। বাদ যোহর খাছ বয়ানের পাশাপাশি থাকবে জামিয়ার ফুজালাদের উদ্দেশ্যে আসাতিজায়ে কেরামের বিশেষ দিকনির্দেশনামূলক বক্তব্য।

বাদ মাগরিব মজলিসের প্রধান অধিবেশন ও বুখারি শরীফের শেষ সবক অনুষ্ঠিত হবে।

বুখারী শরিফের সর্বশেষ দরস প্রদান করবেন ফেনীর ঐতিহ্যবাহী ওলামাবাজার মাদরাসার প্রিন্সিপাল আল্লামা নূরুল ইসলাম আদীব। মহতি এ জলসায় সভাপতিত্ব করবেন জামিয়ার মহাপরিচালক আল্লামা আব্দুল কুদ্দুস।

এছাড়াও দেশবরেণ্য ওলামায়ে কেরামের মধ্যে উপস্থিত থাকবেন- মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়ার আমিনুত তালিম মাওলানা মোহাম্মদ আবদুল মালেক, শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি মিযানুর রহমান সাঈদ, মিরপুর আকবর কমপ্লেক্স এর পরিচালক মুফতি দিলাওয়ার হোসাইন, প্রখ্যাত দার্শনিক আলেম মাওলানা উবাইদুর রহমান খান নদভী, মধুপুরের পীর আবদুল হামিদ, ঢালকানগরের পীর মাওলানা আব্দুল মতিন, মাওলানা জাফর আহমদপ্রমুখ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ