রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


নির্বাচনে সংঘর্ষের দায় নাগরিকদের: বললেন ইসি রফিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বচানে সংঘর্ষের দায় নাগরিকদের বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) রফিকুল ইসলাম। বুধবার অনুষ্ঠেয় চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সহিংসতার বিষয়ে জানতে চাইলে তিনি এ মন্তব্য করেন।

আজ শুক্রবার দেশ রূপান্তরকে রফিকুল ইসলাম বলেন, ‘(চসিক নির্বাচনে) মারামারি যদি ঘটে তাহলে সেটা দুঃখজনক। এর মধ্যে যদি কোনো মারামারি হয়ে যায় তা তো আমরা এখান থেকে বন্ধ করতে পারবো না। দেশের প্রতিটা নাগরিকের নাগরিক দায়িত্ব রয়েছে।’

বুধবার চসিক নির্বাচনে একজন নিহতসহ ব্যাপক সংঘর্ষ হয়। কেন্দ্র দখলসহ বিভিন্ন অনিয়মেরও খবর পাওয়া যায়। ভোটার উপস্থিতি ছিল ২০ শতাংশের কম। তবে এসব বিষয়ে নির্বাচনের পর ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর সাংবাদিকদের বলেন, ‘চসিক সিটিতে উপস্থিতি একটু কম ছিল। কারণ আপনারা দেখেছেন যে, শুধু চট্টগ্রামের ক্ষেত্রে না, যেকোনো বড় শহরে নির্বাচন যখন হচ্ছে বিশেষ করে ভাসমান লোকজন বেশি থাকে, বাইরের লোকজন বেশি থাকে, সেখানে একটু উপস্থিতিটা একটু কম হয়। চট্টগ্রামে আমরা আরেকটু বেশি আশা করেছিলাম। দেখা গেছে যে, ভোটার উপস্থিতি আশার চেয়ে একটু কমই হয়েছ।’

তিনি সংঘর্ষের বিষয়ে বলেন, ‘৭৩৫টা কেন্দ্রের মধ্যে দুইটা কেন্দ্রে সহিংসতা হয়েছে। এটাকে কী বলবেন? পারসেন্টেজ করেন। কত শতাংশ হয়। শান্তিপূর্ণ কত, আর অশান্তিপূর্ণ কত?’

শনিবার স্থানীয় সরকারের পৌরসভা নির্বাচনের তৃতীয় ধাপে ৬৩ পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে। এ বিষয়ে দেশ রূপান্তরকে রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের পক্ষ থেকে যা যা করা দরকার, যতগুলো আইনশৃঙ্খলা বাহিনী দরকার তার চেয়ে বেশি নিয়োগ করা হয়েছে। পুলিশ, র‌্যাব, বিজিব, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন। তাদের ( আইন- শৃঙ্খলা বাহিনীকে ) আইন অনুযায়ী যে কার্যক্রম তা পালন করতে বলা হয়েছে’।

নিরাপত্তার কারণে ব্যালট পেপার সকালে পাঠানো হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শুধু নিরাপত্তার জন্য নয়, আমাদের ভোটগ্রহণ কর্মকর্তার দিকে তাকিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। শীতের রাতে সারা রাত কেন্দ্রে থেকে ব্যালট গ্রহণের চেয়ে সকালে আগে এসে ব্যালট বুঝে নেওয়া ভালো’।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ