কাউসার লাবীব: বর্ষীয়ান আলেমে দ্বীন ও রাজনীতিবিদ, হাজার হাজার আলেমের উস্তাজ শাইখুল হাদীস আল্লামা নূর হোসাইন কাসেমী রহঃ এর ইন্তিকালে আঞ্জুমানে হেফাজতে ইসলামের আমীর, শাইখুল হাদীস, মুফতী মুহাম্মদ রশিদুর রহমান ফারুক পীর সাহেব বরুণা গভীর শোক প্রকাশ করেছেন।
শোক বার্তায় তিনি বলেন, আল্লামা কাসেমী বাংলাদেশের ধর্মীয় ও সামাজিক অঙ্গনে দ্বীনের একজন প্রকৃত রাহবার হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। ইসলাম, দেশ ও জাতীয় বিভিন্ন ইস্যুতে তাঁর ইখলাসপূর্ণ নেতৃত্ব আমাদেরকে প্রেরণা ও সাহস যুগিয়েছে। তাঁর শূন্যস্থান পূরণ হওয়ার মত নয়। আল্লাহ পাক যেন মরহুম কে জান্নাতুল ফিরদাউস নসীব করেন এবং শোকসন্তপ্ত পরিবার কে ধৈর্য্য দান করেন। আমীন!
এদিকে আজ বাদ জুহর আঞ্জুমানের কেন্দ্রীয় দফতরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়,দোয়া পরিচালনা করেন আমীরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ আল্লামা রশিদুর রহমান ফারুক বর্ণভী, উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুস সবুর, যুগ্ম মহাসচিব মাওলানা রশিদ আহমদ হামিদী, মাওলানা সা'দ আমীন বর্ণভী, মাওলানা লুৎফুর রহমান জাকারিয়া,মাওলানা শাব্বির আহমদ,, মাওলানা জিয়া উদ্দিন ইউসুফ,মাওলানা আব্দুর রহমান আসজাদ বর্ণভী, মাওলানা আনহার উদ্দিন, মুফতি জাকারিয়া জাকির প্রমুখ।
-কেএল