আওয়ার ইসলাম: নীলফামারী-২ আসনের সংসদ সদস্য, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি এখন বাসাতেই আইসোলেশনে আছেন। এ তথ্য নিশ্চিত করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ।
তিনি জানান, ‘বৃহস্পতিবার রাতে সাবেক সংস্কৃতিমন্ত্রী সাংসদ আসাদুজ্জামান নূরের কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তবে তার অবস্থা তেমন আশঙ্কাজনক নয়।’ টানা চার বারের সংসদ সদস্য নূর ২০১৩ সালের শেখ হাসিনার সরকারে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেছিলেন। ১৯৭২ সাল থেকে নাগরিক নাট্য সম্প্রদায়ের সঙ্গে সম্পৃক্ত থেকে বাংলাদেশের নাট্য আন্দোলনে সক্রিয় আসাদুজ্জামান নূর।
-কেএল