আওয়ার ইসলাম: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে জানিয়ে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এ দুটি একে অপরের সমার্থক শব্দ। আর তার স্বপ্নের সোনার বাংলা আজ বাস্তবতা।
বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের মধ্য দিয়ে সেই স্বপ্নের বাস্তবায়ন ঘটেছে। সফলভাবে মহামারি করোনাভাইরাসের মোকাবেলা সেটিরই প্রতিফলন। আজ বৃহস্পতিবার নবগঠিত কক্সবাজারের রামু সেনানিবাসে চারটি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান বলেন, কোভিড-১৯ পরিস্থিতিতে সেনা সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। যা বিশ্ববাসীর কাছে প্রশংসিত হয়েছে। সেনাপ্রধান হিসেবে এই অর্জন আমার জন্য গর্বের। সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ (সাদা মাস্ক পরিহিত), বৃহস্পতিবার নবগঠিত কক্সবাজারের রামু সেনানিবাসে
'করোনায় সাধারণ মানুষ যখন চিকিৎসাসেবা পাচ্ছিল না, তখন সেনাবাহিনীর চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী ক্যাম্প পরিচালনা করে ৫০ হাজার ৮৩১ জন রোগীকে এবং ১৪ হাজার ৬৪৭ জন গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা দিয়েছেন। পাশাপাশি বিভিন্ন স্থানে কোয়ারেন্টাইন সেন্টার স্থাপন ও পরিচালনায় সেনারা দক্ষতার পরিচয় দিয়েছেন।'
বাংলাদেশ সেনাবাহিনী নিজস্ব ব্যবস্থাপনায় ৩ লাখ ২৪ হাজার ৭০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে। পাশাপাশি ২৯ হাজার ৬১ জন কৃষককে মৌসুমি ফসল বীজ বিনামূল্যে সরবরাহ, ২৯ হাজার ২৮৯টি দুস্থ পরিবারের মাঝে পোশাক বিতরণ এবং সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সারাদেশে ৭৪ হাজার ২৩৫টি টহল পরিচালনা করেছেন সেনা সদস্যরা, যোগ করেন তিনি।
করোনাকালে সেবার মানদণ্ডে সেনাবাহিনীর চিকিৎসা ব্যবস্থা দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের কাছে রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে জানিয়ে জেনারেল আজিজ আহমেদ বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অক্লান্ত পরিশ্রম, ত্যাগ ও সেবার মানসিকতা এ অর্জনের পেছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
কর্মদক্ষতা, কঠোর পরিশ্রম ও কর্তব্য নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ প্রাপ্ত জাতীয় পতাকার মর্যাদা রক্ষা এবং দেশমাতৃকার যে কোনো প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সব ইউনিটকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়ে তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর। পাশাপাশি প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলাসহ দেশের আর্থ-সামাজিক এবং অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
-এটি