শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


বিজেপিকে হারিয়ে ভারতে এই প্রথম মুসলিম নারী মেয়র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের কর্ণাটক রাজ্যের মহীশূর জেলার মেয়র নির্বাচনে চমক দেখালেন তাসনিম বানু। দেশটির ইতিহাসে তিনিই প্রথম মুসলিম নারী, যিনি মেয়রের চেয়ারে বসলেন।

এই অর্জনের পথে তিনি হারিয়ে দিয়েছেন ক্ষমতাসীন বিজেপি (ভারতীয় জনতা পার্টি) প্রার্থী গীতা যোগানন্দকে। অন্যদিকে তাসনিম বানু লড়াই করেছেন জনতা দলের প্রার্থী হিসেবে।

তাসনিমের জয়ে অবাক হয়েছেন সবাই। কারণ তাকে জয়লাভ করতে হয়েছে একটি হিন্দুপ্রধান এলাকা থেকে। উপরন্তু কিছুদিন আগে যখন দেশজুড়ে সিএএ-এনআরসি বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে তখন সেই আন্দোলনে যুক্ত হয়েছিলেন ৩১ বছর বয়সী এই মুসলিম নারী। এতকিছুর পরও তার জয়কে ‘তাৎপর্যপূর্ণ’ বলছেন বিশ্লেষকরা।

তাসনিম বানু বলেন, আমি ভীষণ খুশি। যারা আমাকে সমর্থন দিয়েছেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। শহরের উন্নয়ন কর্মকাণ্ডে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো। মহীশূর আগে থেকেই পরিচ্ছন্ন শহর হিসেবে পরিচিত। সেই নাম ধরে রাখার পাশাপাশি শহরকে আধুনিক ও নাগরিকবান্ধব করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ