বুধবার, ২০ আগস্ট ২০২৫ ।। ৪ ভাদ্র ১৪৩২ ।। ২৬ সফর ১৪৪৭

শিরোনাম :
বিএনপি কি ইসলামপন্থীদের আস্থা হারাচ্ছে?  নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা গণতন্ত্রকামী দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে ফ্যাসিস্ট পুনর্বাসন হবে: তারেক রহমান ডাকসু নির্বাচনে প্রার্থী ৬৫৮ জন, হল সংসদে ১ হাজার ৪২৭ মাইলস্টোনের তিন শিক্ষক জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন জুমার নামাজে না গেলে দুই বছরের দণ্ড হতে পারে  রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য নির্বাচন জরুরি: মির্জা ফখরুল সৌদি আরবে নতুন হজ কাউন্সেলর কামরুল ইসলাম তাওয়াফের সময় হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে না থাকার নির্দেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০০০ বৃক্ষরোপণ

ম্যাঁক্রোর নাম ইমানোয়েল নয় বরং এনিমেল: ইমাম খতিব পরিষদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ বিন ওয়াহিদ: ফ্রান্সের সরকার ম্যাঁক্রো তো মাকের (চক্রান্তকারী)। সে ইমানোয়েল নয়, বরং এনিমেল বা প্রাণী বলে মন্তব্য করেছেন রাজধানীর মালিবাগ, শান্তিবাগ ও গুলবাগের ইমাম খতিবদের সমন্বিত সংগঠন ‘ইমাম খতিব পরিষদ’ এর নেতৃবৃন্দ।

আজ শুক্রবার (৬ নভেম্বর) জুমার নামাজের পর এসব অঞ্চলের ইমাম খতিবদের সমন্বিত সংগঠন ‘ইমাম খতিব পরিষদ’ এর ব্যানারে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবি হজরত মোহাম্মদ সা. এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন।

মিছিলপূর্ব সমাবেশে ইমাম খতিব পরিষদের সভাপতি মাওলানা সাঈদুর রহমান বলেন, ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবি হজরত মোহাম্মদ সা. এর অবমাননা বিশ্বের মুসলমানদের হৃদয়ে আঘাত হেনেছে। তিনি বলেন, অনতিবিলম্বে ফ্রান্সের সরকারকে এই ধৃষ্টতাপূর্ণ আচরণের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়ে নেতারা বলেন, বাংলাদেশ থেকে রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের নিন্দা জানাতে হবে। তিনি বলেন, আমাদের মধ্যে যারা ব্যবসায়ী আছেন, তাদের ফ্রান্সের পণ্য আমদানি করা বন্ধ করতে হবে।

বক্তারা আরও বলেন, ফ্রান্সের সরকার ম্যাঁক্রো তো মাকের (চক্রান্তকারী)। সে ইমানোয়েল নয় বরং এনিমেল। তারা বলেন, ম্যাঁক্রো হলো শয়তানের খালাতো ভাই। ওর ধ্বংস অনিবার্য। ওর শেষ পরিণাম শুভ হবে না। তার ধৃষ্টতাপূর্ণ আচরণের বিরুদ্ধে বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিশ্বনবীর অপমান করে ৩০০ কোটি মুসলমানদের হৃদয়ে আঘাত করা হয়েছে।

এতে উপস্থিত ছিলেন, জামিয়া শারঈয়্যা মালিবাগ মাদ্রাসা ও দারুন নাজাত আলিয়া মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি আবদুস সালাম, মালিবাগ শহিদি মসজিদের খতিব মাওলানা সাদেকুর রহমান সাদেকি, মাওলানা ওয়াহিদুজ্জামান ইসহাকি ও জামিয়া কারিমিয়ার মুহাদ্দিস মুফতি ওলিউল্লাহসহ স্থানীয় উলামায়ে কেরাম।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ