শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


গাছ থেকে জায়তুন সংগ্রহে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন ।।

গাছ থেকে জায়তুন সংগ্রহে ফিলিস্তিনিদের উপর অবরোধ আরোপ করছে দখলদার ইসরাইলি সৈন্যরা। এমনকি ইহুদিবাদীদের উপর জায়তুন ফল চুরিরও অভিযোগ এনেছে ফিলিস্তিনি নাগরিকরা।

অক্টোবরের শুরু থেকেই পশ্চিম তীর, রামাল্লাহ সহ ফিলিস্তিনের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি বাহিনী এই তান্ডব শুরু করে।

এ মাসের ১১ তারিখে আনাদুলু এজেন্সি আরবির এক প্রতিবেদনে জানানো হয়, পশ্চিম তীরে ফিলিস্তিনি কৃষকদের জায়তুনের জমিতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে দখলদার বাহিনী। সেখানে ফিলিস্তিনিদের প্রবেশে অন্তত বিশটি সামরিক আইন জারি করেছে তারা। ওই আইনে ফিলিস্তিনিদের নির্দিষ্ট পরিমাণ দূরত্বে অবস্থানেরও নির্দেশ দেওয়া হয়েছে। ফলে গাছ থেকে জায়তুন সংগ্রহের উপযুক্ত সময় হওয়ার পরও কৃষকরা নিজেদের ফসল ঘরে তুলতে পারছেনা।

অধিকৃত ফিলিস্তিনের একাধিক স্থান থেকে ইসরায়েলি বাহিনী মুসলমান কৃষকদের গাছের জায়তুন চুরির উপরও সচিত্র প্রতিবেদন প্রকাশ করেছে ওয়াফা নিউজ এজেন্সি।

তা ছাড়া ফিলিস্তিনি শহর নাবলুসের সুবাসতিয়া অঞ্চলে অবরোধ আরোপ করেছে ইহুদিবাদী ইসরায়েলি সৈন্যরা। এরই প্রেক্ষিতে অঞ্চলটিতে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

সুবাসতিয়ার মেয়র মুহাম্মাদ আজিম জানিয়েছেন, সম্প্রতি জায়নিস্ট সৈন্যরা শহরের তিনটি প্রবেশ পথে ব্যারিকেড স্থাপন করে সেখানে ফিলিস্তিনি কাউকে প্রবেশ করতে দিচ্ছে না। সুবাসতিয়া শহরকে তারা নিজেদের কলোনিতে রূপান্তরের দুর্ভিসন্ধী করছে।

তিনি বলেন, দখলদার বাহিনী কতৃক ফিলিস্তিনিদের হয়রানির শিকার হওয়া এখন ধারাবাহিক ঘটনায় রূপ নিয়েছে। অপরদিকে গত রবিবার পশ্চিম রামাল্লার সাবাক গ্রামে বুলডোজার দিয়ে হামলা চালিয়ে স্থানীয় এক বাসিন্দার বসতবাড়ি গুড়িয়ে দিয়েছে ইহুদি সৈন্যরা।

তথ্যসূত্র: ওয়াফা, আনাদুলু ও মিল্লাত টাইমস

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ