শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে বায়তুল মোকাররমে দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে কুরআনখানি, দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

আজ (২৮ সেপ্টেম্বর) সােমবার দুপুর ১২.০০টার এ মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতী মাওলানা মিজানুর রহমান।

মুনাজাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। জাতির পিতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পনেরাে আগস্টে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা। হয়। এছাড়া দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতির জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। বাংলাদেশসহ সারাবিশ্ব যাতে করােনাভাইরাসের প্রভাব থেকে দ্রুত মুক্তিলাভ করে সেজন্য দোয়া করা হয়।

মুনাজাতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ, পরিচালক, উপ-পরিচালকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং ধর্মপ্রাণ মুসল্লীগণ অংশ নেন। এছাড়া আজ বাদ যােহর ইসলামিক ফাউন্ডেশনের সকল বিভাগীয়, জেলা ও উপজেলা কার্যালয়ের কেন্দ্রীয় মসজিদগুলােতেও মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দেয়া মুনাজাত ও কুরআন খতম করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ