মুহাম্মাদ ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি>
দারুল উলূম হাটহাজারী মাদরাসার চলমান হাইয়াতুল উলয়ার পরীক্ষার হল পরিদর্শন করেছেন স্থানীয় সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। আজ রোববার আনিসুল ইসলাম মাহমুদ হাটহাজারী মাদরাসার হল করেন।
তিনি জামিয়ার শিক্ষাপরিচালক ও শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং মাদরাসার শান্তিপূর্ণ পরিবেশ, স্বাস্থ্য সচেতনতা বজায় রেখে ছাত্রদের পরীক্ষা দেয়া দেখে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- মজলিসে এদারীর সদস্য মুফতি আব্দুস সালাম চাটগামী, মাওলানা ইয়াহইয়াসহ অন্যান্য শিক্ষকগণ এবং হাইয়াতুল উলয়ার পরীক্ষকগণ সহ হাটহাজারী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা নাসির উদ্দীন মুনির সাহেব প্রমুখ।
-এএ