শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


ধর্ষকদের শাস্তি না হওয়ায় অহরহ ধর্ষণের ঘটনা ঘটছে: জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঐতিহ্যবাহী সিলেট এমসি কলেজের ক্যাম্পাসে স্বামীকে বেঁধে নারীকে দলবেধে ধর্ষণ ও খাগড়াছড়িতে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের তীব্র নিন্দা ও দোষীদের বিচার দাবি করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (একাংশ) এর সভাপতি মুফতি মুহাম্মদ ওয়াক্কাস ও সিনিয়র যুগ্ম-মহাসচিব শায়খুল হাদিস মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম।

নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, অপরাধী ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় আজ অহরহ ধর্ষণের ঘটনা ঘটছে, তাই সিলেট ও খাগড়াছড়ির ধর্ষকদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, সিলেটের এমসি কলেজের ক্যাম্পাসে যারা ধর্ষণ করেছে তারা সরকারি দলের ছাত্র সংগঠনের কর্মী বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। লোক দেখানোর জন্য সংগঠন থেকে বহিষ্কার করলেই বিচার হয়না। এই ঘৃণ্য অপরাধে যারা জড়িত সবাই সমান অপরাধী তাই সবাইকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতির কারণে শাহজালালের পূণ্যভূমি সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান এমসি কলেজের ক্যাম্পাসে এই ঘৃণিত কাজ করতে অপরাধীরা সাহস পেয়েছে। এই ঘৃণিত কাজের জন্য পুরো দেশবাসী আজ লজ্জিত।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ