শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


‘এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীর সামনে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী ঐক্যজোটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী ও মহাসচিব মুফতী ফয়জুল্লাহ।

আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সংঘবদ্ধ এই ধর্ষণের ঘটনা বর্বরোচিত ও অমানসিক। এমন ন্যক্কারজনক ঘটনায় ১২৮ বছরের পুরোনো শিক্ষাপ্রতিষ্ঠানটিতে এক কলঙ্কজনক ইতিহাস সৃষ্টি হলো। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তারা বলেন, ধর্ষণের ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতাকর্মীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সংগঠন থেকে লোক দেখানো বহিস্কার, গ্রেফতারের কয়েক মাস পর জামিন বিচারের নামে এমন আইওয়াশ দেশবাসী মেনে নেবে না। ছাত্রলীগ কর্মীদের অপরাধ প্রবণতা দিন দিন যেভাবে বাড়ছে, এখনই তাদের লাগাম টেনে ধরতে না পারলে অদূর ভবিষ্যতে দেশ ও জাতির জন্য তারা বহুমুখী ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ