শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


গাজীপুরে তিতাসের অভিযান, ২ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের বাঘের বাজার ও শিরিরচালা এলাকায় তিতাসের ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে দুই হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে। এছাড়া সালনা এলাকায় অ্যাপারেলস প্রসেসিং ইন্ডাস্ট্রিজ নামের একটি কারখানায় অবৈধ গ্যাস ব্যবহার করায় ৫০ হাজার টাকাসহ এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত গাজীপুর তিতাস কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলামের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, গাজীপুরের বাঘের বাজার মেম্বারবাড়ী এলাকায় দ্বিতীয় বারের মতো অবৈধভাবে স্থাপিত দেড় কিলোমিটার পাইপ লাইনের সংযোগস্থলসহ ৩০০ মিটার পাইপ লাইন অপসারণ করে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ফলে প্রায় ১৫০টি বাড়ির ৫০০ অবৈধ চুলায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়। পরে মোবাইল কোর্ট পরিচালনাকালে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে সেলিনা বেগমকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেন।

গাজীপুরের শিরিরচালা এলাকায় অবৈধভাবে স্থাপিত এক কিলোমিটার পাইপ লাইনের সংযোগস্থলসহ ১০০ মিটার পাইপ লাইন অপসারণ করা হয়। এতে ৪৫০টি বাড়ির ১ হাজার ৫০০ অবৈধ চুলায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়।

অ্যাপারেল প্রসেসিং ইন্ডাস্ট্রিজ কারখানায় অবৈধ গ্যাস সংযোগ গাজীপুরের সালনা এলাকায় ওই শিল্প প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে চলে আসছে। খবর পেয়ে একইদিনে অভিযান চালিয়ে তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ভ্রাম্যমান আদালত অ্যাপারেল প্রসেসিং ইন্ডাস্ট্রিজকে তাৎক্ষণিকভাবে গ্যাস আইন-২০১০ এর ধারা ১১(২)অনুযায়ী নগদ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেন।

গাজীপুর তিতাসের ব্যবস্থাপক মো. সুরুষ আলম জানান, তিতাসের অবৈধ সংযোগের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ