আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা আহমদ শফী রহ. এর স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করেছে আন্তর্জাতিক মজলিশে তাহাফফুজে খতমে নবুয়ত বাংলাদেশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব চত্বরে এ স্মরণ সভা অনুষ্ঠিত হবে।
সংগঠনের সেক্রেটারি জেনারেল আল্লামা নুরুল ইসলাম গণমাধ্যম কে জানান, আল্লামা শাহ আহমদ শফী রহ. খতমে নবুওয়াতের চেয়ারম্যান ছিলেন। তার ইন্তেকালে সাংগঠনিক পর্যায়েও আমরা অভিভাবক হারা হয়ে গেছি।
তিনি আরো বলেন, তার মাগফিরাত কামনায় আমরা সংগঠনের পক্ষ থেকে বায়তুল মোকাররম পূর্ব চত্বরে একটি দোয়া মাহফিলের আয়োজন করেছি, উক্ত মাহফিলে দেশ বরেণ্য আলেম ওলামা ও সর্বস্তরের মুসল্লিগণ উপস্থিত থাকবেন।
-এটি