শনিবার, ১২ জুলাই ২০২৫ ।। ২৮ আষাঢ় ১৪৩২ ।। ১৭ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
দিবালোকে পাথর মেরে হত্যায় সর্বোচ্চ শাস্তির দাবি জমিয়তের মিটফোর্ডে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক বিচার দাবি ছাত্র জমিয়তের মসজিদে ঢুকে খতিবকে কুপিয়ে হত্যাচেষ্টা আলমডাঙ্গায় আল মাহমুদের জীবন ও সাহিত্য বিষয়ক আলোচনাসভা ঝিনাইদহে হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিএনপি’র সমাবেশ ও বিক্ষোভ ‘চাঁদা না পেয়ে পাথর মেরে মানুষ হত্যায় পুরো জাতি স্তম্ভিত’ বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম যুগপূর্তি উৎসব ও দেয়ালিকা-ম্যাগাজিন প্রদর্শনী-২০২৫ নব্য হায়েনাদের তাণ্ডবে রক্তাক্ত বাংলাদেশ! পুরান ঢাকায় ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা: প্রতিবাদে উত্তাল ঢাবি পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যা: ২ জন রিমান্ডে

বারিধারায় আল্লামা আহমাদ শফী রহ. স্মরণে আলোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সাবেক আমির শাইখুল ইসলাম আল্লামা শাহ্ আহমদ শফী রহ. ছিলেন বাংলাদেশসহ বিশ্বের মুসলিম উম্মাহর রাহবার। দেশে যখন অনৈক্য, মতভেদ ও বিশৃঙ্খলা বিরাজ করছিলো তখন এ জাতীর হাল ধরেছেন যিনি তিনি হলেন আল্লামা শাহ আহমদ শফী। এ দেশ, এ জাতী তার অবদান কোনদিনও ভুলতে পারবে না।’ হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সাবেক আমির শাইখুল ইসলাম আল্লামা শাহ্ আহমদ শফী রহ. স্মরণে জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত বক্তারা এসব কথা বলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেছেন জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আল্লামা নুর হোসাইন কাসেমী।

এতে উপস্থিত ছিলেন, হাটহাজারী মাদরাসার মজলিসে শুরার অন্যতম সদস্য খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসার মুহতামিম আল্লামা নুরুল ইসলাম জিহাদী। গাজীপুর কাপাসিয়া দেওনার পীর অধ্যক্ষ মিযানুর রহমান চৌধুরী, জামিয়া মাদানিয়া বারিধারার শাইখুল হাদিস আল্লামা উবায়দুল্লাহ ফারুক, বি-বাড়ীয়া জামিয়া দারুল আরকাম এর মুহতামিম আল্লামা সাজিদুর রহমান, জামিয়া রাহমানিয়া আরাবিয়ার মুহতামিম মাওলানা মাহফুজুল হক, মাদানিনগর মাদরাসার মুহতামিম মাওলানা ফয়জুল্লাহ সন্ধিপী,  রামপুরা মাদরাসার শায়খুল হাদিস মাওলানা আব্দুর রব ইউসুফী, মানিকনগর মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, জামিয়া রাহমানিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মামুনুল হক, আরজাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ূবী, মাওলানা জুনায়েদ আল হাবীব, ইসলামবাগ মাদরাসার মুহতামিম মাওলানা মুঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা কেফায়েত উল্লাহ আজহারী, মাওলানা মুনির হুসাইন কাসেমী, মুফতী মাসউদুল করীম, মুফতী হামেদ জহিরী, মাওলানা আবদুল কুদ্দুস, মাওলানা লোকমান মাজহারী, মাওলানা ফজলুল করীম কাসেমীসহ দেশ বরেণ্য অনেক উলামায়ে কেরাম।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টায় রাজধানীর আজগড় আলী হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) এর আমৃত্যু সভাপতি আল্লামা শাহ আহমদ শফী।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ