আওয়ার ইসলাম: দ্বীনি দাওয়াতি সংগঠন মারকাযুস সাহাবা বাংলাদেশ’র সর্বোচ্চ কার্যনির্বাহী পরিষদ 'মজলিসে শানে সাহাবা গঠিত হয়েছে। শুক্রবার মাগরিবের পর ঢাকার মাদানীনগরে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের আমির মুফতি শামীম আল-আরকামের সভাপতিত্বে এক বিশেষ আলোচনা সভায় 'মজলিসে শানে সাহাবা'র সদস্যদের নাম চূড়ান্তভাবে ঘোষণা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- মারকাযুস সাহাবা বাংলাদেশ এর মহাসচিব হাফেজ মাওলানা শরীফ উল্লাহ তারেকী, কেন্দ্রীয় কমিটির সিনিয়র দায়িত্বশীল ও নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি আবু তাহের আল-মাদানী, মুফতি মনির আহমাদ, মুফতি আব্দুল হান্নান, হাফেজ মাওলানা দ্বীন ইসলাম ও মাওলানা নাজমুল হুদাসহ অন্যান্য দায়িত্বশীলগণ।
মজলিসে শানে সাহাবার সদস্যদের মধ্যে মারকাযুস সাহাবা বাংলাদেশ’র আমির মুফতি শামীম আল-আরকাম, মহাসচিব হাফেজ মাওলানা শরীফ উল্লাহ তারেকী ছাড়াও রয়েছেন চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মাওলানা সানাউল্লাহ নূরী মাহমুদী, সেক্রেটারি মাওলানা মনছুরুল হক জিহাদী এবং কেন্দ্রীয় সিনিয়র দায়িত্বশীল ও নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি আবু তাহের আল-মাদানী।
দলের মহাসচিব হাফেজ মাওলানা শরীফ উল্লাহ তারেকী সাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে মারকাযুস সাহাবা বাংলাদেশ’র যে কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত চূড়ান্ত করবে সংগঠনের সর্বোচ্চ কার্যনির্বাহী পরিষদ 'মজলিসে শানে সাহাবা'।
-এএ