আওয়ার ইসলাম: বিশ্বের সবচেয়ে ঘৃণ্য সন্ত্রাসবাদী রাষ্ট্র জঘণ্য বিষঁফোড়া ইসরায়েল এর সাথে সংযুক্ত আরব আমিরাতের কুটনৈতিক সম্পর্ক স্থাপনকে মুসলিম বিশ্বের সাথে বেঈমানী ও পিঠে ছুরিকাঘাত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর অধ্যক্ষ্ আল্লামা সারওয়ার কামাল আজিজী ও মহাসচিব মাওলানা মুফতী মুসা বিন ইযহার।
আজ গণ মাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় আরো বলেন, সারাবিশ্বের সকল শান্তিকামী মানুষ সন্ত্রাসবাদের কারনে ইসরায়েলকে ঘৃণা করে। ফিলিস্তিন ও গাজার লক্ষ লক্ষ মুসলমানদের রক্তে ওদের হাত রঞ্জিত। সারাবিশ্বে অসংখ্য ষড়যন্ত্র আর অস্থিরতার পিছনে ইসরায়েল এর ইন্ধন আছে।
এই ঘৃণ্য অপশক্তিকে আরব ভূখণ্ড থেকে উৎখাত না করে বরং তাদের সাথে সখ্যতা সৃষ্টি আরব আমিরাতের এক নির্লজ্জ বেঈমানী ছাড়া আর কিছুই নয়।
নেতৃদ্বয় বলেন, ভোগ বিলাসিতায় নিমজ্জিত আরব আমিরাত ও সৌদি আরবসহ আরববিশ্বের বিলাসী শাসকেরা মুসলিম স্বার্থ সম্পর্কে সচেতন কাতারের সাথে শত্রুতা চরম পর্যায়ে নিয়ে সন্ত্রাসবাদী গোষ্ঠীর সাথে মিত্রতা স্থাপনের মাধ্যমে ইতিহাসের জঘন্যতম অধ্যায় রচনা করেছে।
একদিন এর কঠিন মাশুল গুনতে হবে বলে নেতৃদ্বয় মনে করেন। নেতৃদ্বয় অবিলম্বে সকল কূটনীতিক সম্পর্ক ছিন্ন করে, ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের পাশে দাড়ানোর উদাত্ত আহবান জানান।
-এটি