আওয়ার ইসলাম: করোনাকালীন এই সংকটের মধ্যেও দেশের শিক্ষিত মানুষরা চুরি করছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। রোববার (২৬ জুলাই) নারায়ণগঞ্জের ফতুল্লায় মরহুম সামসুজ্জোহা স্টেডিয়ামের কনফারেন্স রুমে নারায়ণগঞ্জের ক্রীড়া সংশ্লিষ্টদের প্রধানমন্ত্রীর অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
শামীম ওসমান বলেন, করোনাকালীন এই সংকটের মধ্যেও দেশের শিক্ষিত মানুষরা চুরি করছে। আর এটাই বর্তমান বাস্তবতা। দেশের এই দুর্যোগে শিক্ষিত লোকজন চুরি করে জাতির সঙ্গে বেঈমানি করছে। সব সময় অন্যায়ের প্রতিবাদ করেছি এবং ভবিষ্যতেও করে যাবো। একজন সংসদ সদস্য হিসেবে জনগণের জন্য কথা বলা আমার কর্তব্য।
তিনি বলেন, দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করে যেতে চাই। যখন যেখানে ন্যায্য কথা বলা প্রয়োজন বলবো। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ন্যায্য ও সত্য কথা বলা পছন্দ করেন। রাজনীতিতে আসার পর থেকে মানুষের সেবা করে যাচ্ছি। মানুষের জন্য যদি ন্যায্য ও সত্য কথা বলতে না পারি, তাহলে এই রাজনীতি করে কী লাভ?
তিনি আরও বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধু দেশের মানুষের জন্য স্বাধীনতার ডাক দিয়েছিলেন। তার সেই ডাকে মানুষ রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছিল। বঙ্গবন্ধু না থাকলে আমরা কখনোই স্বাধীন দেশ পেতাম না। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে দেশের অগ্রগতিকে রুখে দিতে চেয়েছিল শত্রুরা। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন এখন তার কন্যা বাস্তবায়ন করে যাচ্ছেন। দেশের উন্নয়ন আর অগ্রগতির জন্য শেখ হাসিনাকেই প্রয়োজন।
কারোনায় নানা সমস্যায় জর্জরিত উপস্থিত ক্রীড়া সংশ্লিষ্টদের উদ্দেশে নারায়ণগঞ্জ-৪ আসনের এই সংসদ সদস্য বলেন, আপনারা ভেঙে পড়বেন না। কারণ আল্লাহ তা পছন্দ করেন না। একটি কথা সব সময় মনে রাখবেন, কালো মেঘ জমবে, আবার মেঘ সরে গিয়ে আলো আসবেই। তাই হতাশ না হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
এ সময় নিজের পরিবারের অভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, এখানে আরিফ নামে এক ফুটবলার আছেন। সে দল না পেয়ে এখন জোগালির কাজ করছে। এতে লজ্জার কিছু নেই। কোনো কাজই ছোট নয়। আমি নিজেও কানাডা থাকতে দোকানে কাজ করেছি, ফার্মে ও কৃষিকাজ করেছি। আমার বাবাকে যখন জেলে যেতে হয়েছিল তখন আমাদের পরিবার ছয় মাস পর্যন্ত খেয়ে না খেয়ে ছিল। এমনকি তখন টাকার অভাবে আমি এসএসসির ফরম পূরণ করতে পারিনি। অভাব-অনটন দরকার আছে। এটা মানুষকে মানুষ হতে শেখায়। কিন্তু কষ্ট লাগে, যখন দেখি করোনার মধ্যেও কিছু মানুষের শিক্ষা হচ্ছে না। শিক্ষিত মানুষগুলো চুরি করছে। তারপরও আল্লাহর দয়ায় আমরা এখনো টিকে আছি।
-এএ