আওয়ার ইসলাম: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানি পশুর চমড়ার দাম নির্ধারণ করেছে সরকার। ঢাকার মধ্যে গরুর লবনযুক্ত কাঁচা চামড়ার দাম ৩৫ থেকে ৪০ টাকা আর ঢাকার বাইরে ২৮ থেকে ৩২ টাকা ঘোষনা করেছে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
এছাড়া, বকরীর চামড়া ১০ থেকে ১২ টাকা। খাসির লবনযুক্ত চামড়া প্রতি বর্গফুট ১৩ থেকে ১৫ টাকা। এই দামে ট্যানরি মালিকরা চামড়া কিনবেন আড়াৎদ্বারদের থেকে।
আজ রোববার (২৬ জুলাই) জুম প্ল্যাটফর্মের মাধ্যমে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে চামড়া ব্যবসায়ীদের বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।
ভার্চুয়াল এ বৈঠকে বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চামড়া খাত শিল্পের উদ্যোক্তা, ব্যবসায়ী, রফতানিকারক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা।
গেল বছর কোরবানির পশুর চামড়ার নজিরবিহীন দর বিপর্যয়ের পর কাঁচা চামড়া রফতানির সিদ্ধান্ত নিলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়ন করতে পারেনি সরকার। চামড়া নিয়ে যদি গতবারের মতো সমস্যা হয় তাহলে রফতানির সুযোগ দেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি
-এটি