আওয়ার ইসলাম: রিজেন্ট হাসপাতালে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহভাজনদের নমুনা নিয়ে তা পরীক্ষা না করার অভিযোগে দায়ের করা মামলায় সাহেদের অন্যতম সহযোগী তরিকুল ইসলাম ওরফে তারেক শিবলী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুন উর রশীদ তার জবানবন্দি গ্রহণ করেন। এরপর তরিকুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন তিনি। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দুই দফায় ১২ দিনের রিমান্ড শেষে শুক্রবিার তরিকুলকে আদালতে হাজির করে মামলার তদন্ত সংস্থা র্যাব। তরিকুল স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার জন্য আদালতের কাছে আবেদন করা হয়।এরপর বিচারক আসামির জবানবন্দি রেকর্ড করেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ৯ জুলাই ভোরে শিবলীকে রাজধানীর নাখালপাড়া থেকে গ্রেফতার করে র্যাব। পরের দিন ১০ জুলাই তার পাঁচ দিন এবং ১৬ জুলাই আরো সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১৬ জুলাই সাহেদ ও রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদ পারভেজের ১০ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মামলাটিতে এ তিন আসামি ছাড়াও আরো আটজনকে গ্রেফতার করা হয়েছে। তারা বর্তমানে কারাগারে আছেন।
-এএ