আওয়ার ইসলাম: দেশে করোনা মোকাবেলার সার্বিক পরিস্থিতি ও স্বাস্থ্যখাতের অনিয়ম নিয়ে আক্ষেপ প্রকাশ করে ডা. নজরুল ইসলাম বলেছেন, দেশে এখন চাইলেও কাজ করা যায় না।
তিনি বলেন, রাষ্ট্র এবং বিশেষ করে স্বাস্থ্যখাতে এত অনিয়ম আর দুর্নীতি যে, এখানে করোনা মোকাবেলায় কোনো কাজ করাই মুশকিল। আমাদের রাষ্ট্রযন্ত্রের অধিকাংশ পার্টসই নষ্ট, এটাকে পুরোপুরি রিকন্ডিশন না করলে কোনো কাজ করেই সফলতা পাওয়া যাবে না। একটা নষ্ট যন্ত্র দিয়ে আর কতদূর যাওয়া সম্ভব। করোনা মোকাবেলায় আমরা যে ব্যবস্থাই নিচ্ছি সেটাতেই দুর্নীতি ঢুকে পড়ছে, এভাবে কাজ করা সম্ভব নয়।
তিনি আরও বলেন- দুঃখজনক হলেও সত্য, দুর্নীতি আমাদের জাতীয় চরিত্র হয়ে গেছে। বলতে দ্বিধা নেই, একদম ওপর থেকে নিচ পর্যন্ত দুর্নীতির জাল ছড়িয়ে আছে। তাই সৎভাবে কিংবা আন্তরিকতার সঙ্গে এখানে কাজ করা যায় না, করতে গেলে নানা বাধা-বিপত্তি আসে। তাতে করে দুই একজন সৎ মানুষ থাকলেও কাজ করতে গিয়ে এক পর্যায়ে তারা পিছু হটেন। কারণ দুর্নীতি যারা করেন, তারা এতটা শক্তিশালী যে, পেরে ওঠা যায় না।
ডা. নজরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর একটি কথাতেই দেশের অবস্থা আঁচ করা যায়। তিনি বলেছিলেন, তাকে ছাড়া আর সবাইকে কেনা যায়। এই কথার মানে খুব ভয়ংকর। এই কথার মাধ্যমে তিনি মন্ত্রীদের নাকে ঝামা ঘষে দিয়েছেন। আফসোস, তারপরও আমাদের মন্ত্রী কিংবা নেতাদের বোধদয় হয়নি।
-এএ