আওয়ার ইসলাম: করোনা পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার ৪৫ কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে মনিটরিং কমিটি পুনর্গঠন করেছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
এর আগে ৭ এপ্রিল মনিটরিং কমিটি গঠন করে স্বাস্থ্য মন্ত্রণালয়। সেই প্রজ্ঞাপন সংশোধন করে ৪৫ কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে কমিটি পুনর্গঠন করা হলো।
প্রজ্ঞাপনে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, যন্ত্রপাতি ব্যবহার, ওষুধ ও সম্পদ ক্রয় ব্যবস্থাপনা, সরবরাহকৃত খাদ্যের মানের বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে সরেজমিনে পরিদর্শনের কথা বলা হয়েছে।
পুনর্গঠিত কমিটিকে প্রতি মাসে একবার হাসপাতাল পরিদর্শন করে প্রতিবেদন জমা দিতে হবে। এ ছাড়া, সামগ্রিক বিষয়ে মনিটরিংয়ের পর একটি করে সমন্বিত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে।
মনিটরিং টিমের কর্মপরিধি: ১. প্রত্যেক টিম প্রতিমাসে কমপক্ষে ১ বার তাদের নামের পাশে উল্লেখিত জেলা সমূহের যে কোন সহাসপাতাল সরেজমিনে পরিদর্শন করবেন।
২. পরিদর্শনকালে অগ্রাধিকারের ভিত্তিতে নিন্মলিখিত বিষয়সমূহ পর্যবেক্ষণ করবেন।
ক. পরিষ্কার পরিচ্ছন্নতা
খ. যন্ত্রপাতি ব্যবহার
গ. নির্মাণ কাজ
ঘ. ওষুধ ও সম্পদ ক্রয় ব্যবস্থাপনা
ঙ. সরবরাহকৃত খাদ্যের মান
চ. অগ্নিনির্বাপক ও দুর্যোগ ব্যবস্থাপনা
৩. জনসাধারণের গৃহে অবস্থান নিশ্চিতকরণ ও দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সচিবগণ সামগ্রিক বিষয়ে মনিটর করে প্রতিদিনে একটি সমন্বিত প্রতিবেদন স্বাস্থ্য সেবা বিভাগের সচিবকে ইমেইলে দাখিল করবেন।
-এএ