আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাস। মঙ্গলবার তিনি মারা যান বলে জানা গেছে।
তিনি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার স্ত্রীও করোনায় আক্রান্ত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
জানা যায়, গত ৫ জুলাই রাতে জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তাদের বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ৭ জুলাই তাদের নমুনা পরীক্ষা করা হয়। এতে তাদের দুই জনের কোভিড-১৯ শনাক্ত হয়।
নরেন দাস ২০১৯ সালের ৩ নভেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব হন। এর আগে একই বিভাগের অতিরিক্ত সচিব (ড্রাফটিং) ছিলেন তিনি।
-এএ