আওয়ার ইসলাম: কারিগরি, মাদরাসা ও স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসার নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের এককালীন আর্থিক অনুদান প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সূত্র মতে, করোনাকালে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। জানা গেছে, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে কারিগরি, মাদরাসা ও স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসার নন-এমপিও প্রতিষ্ঠান মিলিয়ে ৫১ হাজার ২৬৬ জন শিক্ষক ও ১০ হাজার ২০৪ জন কর্মচারীকে ২৮ কোটি ১৮ লাখ ৪০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হবে।
এর মধ্যে শিক্ষকরা জনপ্রতি পাবেন পাঁচ হাজার টাকা এবং কর্মচারীরা জনপ্রতি পাবেন আড়াই হাজার টাকা।
-এটি