বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭


ঢাকায় এবার ১৭ স্থানে বসবে কোরবানির পশুর হাট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার সংক্রমণের কারণে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ১৭টি স্থানে কোরবানির পশুর হাট বসবে। তারমধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১১টি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬টি হাট বসবে।

মঙ্গলবার হাট ইজারার সবশেষ দরপত্র অনুযায়ী এ তথ্য জানা গেছে। ঢাকা মহানগরীতে মোট ১৬টি অস্থায়ী পশুর হাট এবং একটি স্থায়ী পশুর হাট বসছে।

ঢাকা দক্ষিণে যে সকল জায়গায় পশুর হাট বসবে- উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী সংঘের মাঠসংলগ্ন আশপাশের খালি জায়গা, হাজারীবাগে ইনস্টিটিউট অব লেদার টেকনোলজির মাঠসংলগ্ন উন্মুক্ত এলাকা, পোস্তগোলা শশ্মানঘাটসংলগ্ন আশপাশের খালি জায়গা, লিটল ফ্রেন্ডস ক্লাবসংলগ্ন গোপীবাগ বালুর মাঠ ও কমলাপুর স্টেডিয়ামসংলগ্ন বিশ্বরোডের আশপাশের খালি জায়গা, আফতাব নগর (ইস্টার্ন হাউজিং) ব্লক-ই, এফ, জি, এইচ ও সেকশন-১ ও ২–এর খালি জায়গা, মেরাদিয়া বাজার সংলগ্ন আশাপাশের খালি জায়গা।

দনিয়া কলেজ মাঠ সংলগ্ন খালি জায়গা, ধুপখোলা মাঠ সংলগ্ন খালি জায়গা, সাদেক হোসেন খোকা মাঠের পাশে ধোলাইখাল ট্রাক টার্মিনাল সংলগ্ন উন্মুক্ত জায়গা, আমুলিয়া মডেল টাউন এর খালি জায়গা এবং রহমগঞ্জ খেলার মাঠ সংলগ্ন আশেপাশের খালি জায়গায় হাটগুলো বসবে।

ঢাকা উত্তরে যেসকল জায়গায় পশুর হাট বসবে- ঈদুল আজহা উপলক্ষে ডিএনসিসি এলাকায় মোট ৬টি পশুর হাট বসবে। এর মধ্যে ১টি স্থায়ী হাট এবং ৫টি অস্থায়ী হাট। স্থায়ী হাটটি গাবতলীতে বসবে। অস্থায়ী ৫টি হাট হচ্ছে- উত্তরা ১৭ নম্বর সেক্টরে বৃন্দাবন হতে উত্তর দিকে বিজিএমইএ ভবন পর্যন্ত খালি জায়গা, কাওলা শিয়াল ডাঙ্গা সংলগ্ন খালি জায়গা, ৪৩ নম্বর ওয়ার্ডের পূর্বাচল ব্রিজ সংলগ্ন মস্তুল ডুমনি বাজারমুখী রাস্তার উভয় পাশের খালি জায়গা, ভাটারা (সাইদ নগর) পশুর হাট এবং উত্তরখান মৈনারটেক হাউজিং প্রকল্পের খালি জায়গা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ