ইশতিয়াক সিদ্দিক
হাটহাজারী প্রতিনিধি>
দারুল উলূম হাটহাজারীর মহাপরিচালক, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা আহমদ শফীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
শারীরিক অসুস্থতা বোধ করায় আজ মঙ্গলবার বিকেল ৩ টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।
মাওলানা আনাছ মাদানী আওয়ার ইসলামকে এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিয়মিত চেকাপের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে তিনি বিশেষজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
-এএ