বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭


আগামীতে ভাতা নেয়ার মানুষও খুঁজে পাওয়া যাবে না: পরিবেশমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন বলেছেন, আওয়ামী লীগ সরকার মানুষকে দুই হাতে দিয়ে যাচ্ছে। বিভিন্ন প্রকার ভাতা চালু করেছে। তাছাড়া এই করোনাকালেও জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছি আমরা। এভাবে চলতে থাকলে খুব অল্প দিনের মধ্যেই দেশে আর কোনো গরীব মানুষ খুঁজে পাওয়া যাবে না। ভাতা নেওয়ারও মানুষ থাকবে না।

সোমবার বিকালে মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুর ইউনিয়নে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দরিদ্র অসহায়দের মাঝে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্ড বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকার বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা চালু করেছে। যেখান থেকে খবর আসছে, আমরা সেখানেই এসব ভাতা পৌঁছে দিচ্ছি। ভাতা পাওয়ার মতো একজন মানুষও বাকি থাকবে না। আমরা প্রত্যেকের কাছে সরকারের এই অনুদান পৌঁছে দেব। ইতোমধ্যে যে পরিমাণ মানুষের কাছে ভাতার কার্ড পৌঁছে দেওয়া হয়েছে, তাতে করে শিগগিরই আর নতুন কাউকে খুঁজে পাওয়া যাবে না।

ভাতার কার্ড প্রদানের ওই অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন স্তরের আওয়ামী লীগ নেতারা ছাড়াও উপজেলার প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ