আওয়ার ইসলাম: রিজেন্ট হাসপাতালের সঙ্গে অধিদপ্তরের চুক্তির নথিপত্র সংগ্রহ করতে স্বাস্থ্য অধিদপ্তরে গেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান টিম। রোববার বেলা ৩টার দিকে স্বাস্থ্য ভবনে মহাপরিচালকের সঙ্গে সাক্ষাৎ করেন দুদক কর্মকর্তারা।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের কক্ষ থেকে বেলা ৩টা ২৫ মিনিটে বের হন দুদকের কর্মকর্তারা।
দুদকের অনুসন্ধান দলের প্রধান বলেন, ‘রিজেন্টের সঙ্গে অধিদপ্তরের চুক্তির রেকর্ডপত্র আরও তিন দিন আগে চাওয়া হয়েছিল। আজ সেগুলো নিতে এসেছিলাম। কিন্তু পুরো ফাইল তৈরি না হওয়ায় আগামীকাল তা পৌঁছে দেবেন বলে জানিয়েছেন।’
-এএ