আওয়ার ইসলাম: একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের দেয়া রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন দায়ের করেন তার আইনজীবীরা।
এটিএম আজহারুল ইসলামের আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানিয়েছেন, রায়ের সত্যায়িত অনুলিপি পাওয়ার পর আদালত সচল হওয়ায় আমরা রিভিউ আবেদন করেছি। রিভিউ আবেদনে তার দণ্ড থেকে খালাস চাওয়া হয়েছে এবং এর পক্ষে ১৪টি যুক্তি তুলে ধরা হয়েছে।
এর আগে আপিল বিভাগ গত বছরের ৩১ অক্টোবর এই জামায়াত নেতার মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন। গত ১৫ মার্চ ওই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়। নিয়ম অনুযায়ী রায়ের অনুলিপি পাওয়ার ১৫ দিনের মধ্যে রিভিউ আবেদন করতে হয়। কিন্তু করোনা মহামারির কারণে আদালত বন্ধ থাকায় এতদিন রিভিউ দায়ের করা হয়নি।
এ বিষয়ে আইনজীবী শিশির মনির বলেন, ‘যেহতু আদালত বন্ধ ছিল, তাই রিভিউ আবেদন দায়ের করতে পারিনি। এখন আপিল বিভাগ চালু হয়েছে, সে জন্য আমরা যুক্তিযুক্ত কারণ তুলে ধরেই রিভিউ আবেদনটি দায়ের করেছি।’
-এএ