আওয়ার ইসলাম: ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, দেশটিতে এখন পর্যন্ত আড়াই কোটি মানুষ মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আরো সাড়ে তিন কোটি মানুষ ভাইরাসটিতে সংক্রমিত হওয়ার ঝুঁকিতে আছে।
আল আরাবিয়ার বরাতে জানা যায়, ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন এক প্রতিবেদনের বরাত দিয়ে এই সংখ্যার কথা উল্লেখ করেছেন রুহানি। যদিও দেশটির সরকারি হিসাবে যা বলা হচ্ছে তা থেকে এ সংখ্যা অনেক বেশি।
গতকাল শুক্রবারের সরকারি হিসাব অনুযায়ী ইরানে এখন পর্যন্ত ২ লাখ ৬৯ হাজার ৪৪০ জনের দেহে ভাইরাসটির অস্তিত্ব শনাক্ত করা হয়েছে। মারা গেছে প্রায় ১৪ হাজার মানুষ।
দেশটির মোট জনসংখ্যা ৮ কোটি। করোনাভাইরাসের কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান। চীনের বাইরে প্রথম ইরান ও ইতালিতেই গণসংক্রমণ শুরু হয়েছিল।
আক্রান্তের সংখ্যা নিয়ে রুহানি বলেন, আমাদের ধারণা মতে, ইরানে ইতোমধ্যে আড়াই কোটি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ১৪ হাজার মানুষ এদের মধ্যে থেকে প্রাণ হারিয়েছেন। এছাড়া এখন পর্যন্ত দেশটির ৩ থেকে সাড়ে ৩ কোটি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার তীব্র ঝুঁকিতে আছে।
তিনি আরো বলেন, আক্রান্তদের মধ্যে ২ লাখের বেশি মানুষ হাসপাতালে চিকিৎসা নিয়েছে। তবে টেলিভিশনে দেওয়া ভাষণে ইরানি প্রেসিডেন্ট স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব ও সরকারের ঘোষিত হিসাবের মধ্যে যে গরমিল তার কোনো ব্যাখ্যা দেনি।
-এটি