আওয়ার ইসলাম: মারকাযুল লুগাতিল আরাবিয়্যাহ বাংলাদেশের উদ্যোগে ১৫ দিনব্যাপী ‘ইমাম-খতিব ও মাদরাসার শিক্ষকদের জন্য আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স (অনলাইন)’ সফলভাবে সম্পন্ন হয়েছে।
১ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত মোট পনের দিন ব্যাপী এই কোর্সে বিভিন্ন জেলা থেকে প্রায় ১৮ জন ইমাম-খতিব ও মাদরাসার শিক্ষক অংশগ্রহন করেন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের প্রশিক্ষণার্থীদের জন্য কোর্সটি আয়োজন করা হয়।
আরবি কথপোকথন, ইবারত পাঠ এবং খুতবা ও উপস্থাপনা কোর্সের মূল বিষয় ছিল। জুম এ্যপসের মাধ্যমে প্রতিদিন দুই ঘন্টা করে ক্লাস হয়। কোর্স পরিচালনা, প্রশিক্ষণ ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মারকাযুল লুগাতিল আরাবিয়্যাহ বাংলাদেশের সম্মানিত পরিচালক শায়েখ মুহিউদ্দীন ফারুকী হাফিজাহুল্লাহ।
মূলত ইমাম, খতিব এবং মাদরাসা শিক্ষকদের আরবি ভাষাসহ বিভিন্ন দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই মারকায এই উদ্যোগটি গ্রহণ করেছে।
কোর্স শেষে অংশগ্রহণকারীরা তাদের আনন্দের অভিব্যক্তি প্রকাশ করেছেন। আরবি কিতাব খুব সুন্দর ও সাবলীলভাবে এবং আরবি ভঙ্গিমায় পড়তে পারা, জুমআর খুতবা সুন্দরভাবে উপস্থাপন করা, আধুনিক আরবির বিভিন্ন ব্যবহার জানা, আরবিতে অনুষ্ঠান উপস্থাপনা করা সহ নিজের কর্মক্ষেত্র বিস্তৃত ও সুগঠিত হতে এবং আরবি পাঠদান উপভোগ্য করতে এই কোর্স বড় অবদান রাখবে বলে তারা বিশ্বাস করেন।
ঢাকার কামরাঙ্গিরচরের মারকাযুল কুরআনের শিক্ষক এবং মসজিদের খতিব মাওলানা আব্দুস সালাম বলেন, "ছাত্রদের জন্য বিভিন্ন কোর্সের আয়োজন থাকলেও শিক্ষক, ইমাম ও খতিবদের জন্য আরবি শেখার কোনো কোর্স আমরা পাইনি। মারকাযের এই কোর্সে আমাদের সেই শূন্যতা পুরণ হয়েছে। আমি ব্যক্তিগতভাবে অনেক উপকৃত হয়েছি।"
লালবাগ আমলিগলা শাহী মসজিদের খতিব এবং লেখক মাওলানা আল আমিন আজাদ বলেন,"আমি অনেকদিন থেকেই আরবি চর্চা করি। তবে এই কোর্সের মাধ্যমে আমার চর্চায় যেই ত্রুটিগুলো ছিল তা শুধরাতে পেরেছি। তাছাড়া নতুন অনেক বর্ণনাভঙী, আরবি পড়ার সঠিক পদ্ধতি, আরবিয় রীতিতে খুতবা দেওয়ার বিষয়গুলো শিখতে পেরেছি। সেই সঙ্গে আরবির বিভিন্ন শাখা প্রশাখা সম্পর্কে ধারণা পেয়েছি।"
মোহাম্মদপুরের জামেয়া মোহাম্মাদিয়া মাদরাসার শিক্ষাসচিব মাওলানা ইসহাক মাহমুদ বলেন, "এই কোর্সে অধিক পরিমাণে অনুশীলনের কারণে আরবিটা অনেক সহজ মনে হচ্ছে। আমরা কোর্স থেকে অনেক আধুনিক আরবি ব্যবহার শিখতে পেরেছি। আরবি কবিতাযে এতো চমৎকার তা নতুনভাবে উপলব্ধি করছি।"
প্রশিক্ষণার্থীরা পরবর্তিতে উপরের লেভেলের আরও কিছু কোর্স আয়োজন করার জন্য আবেদন করেন।
আরবি ভাষা শেখানোর জন্য মারকাযুল লুগাহর বহুমূখী উদ্যোগ সমূহ: ১- দাওরায়ে হাদীস সমাপনকারী মুমতাজ তালেবে ইলমদের জন্য ‘উচ্চতর আরবি ভাষায় ডিপ্লোমা’।
২- ডিপ্লোমায় সফল ও উত্তীর্ণ তালেবে ইলমদের জন্য ‘উচ্চতর আরবি ভাষা ও সাহিত্য বিভাগ’। ৩- আরবি ভাষার শিক্ষক প্রশিক্ষণ (অনলাইন ও অফলাইন)। ৪- আরবি ভাষা প্রশিক্ষণ (ইমাম-খতিব ও মাদরাসার শিক্ষকদের জন্য)
৫- বিভিন্ন ছুটিতে আরবি ভাষা প্রশিক্ষণ (তালিবুল ইলমদের জন্য)। ৬- জেনারেলদের জন্য ফ্রী কোরআন বিশুদ্ধকরণ প্রশিক্ষণ কোর্স। ৭- জেনারেলদের জন্য আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স। ৮- ফেসবুক লাইভ প্রোগ্রাম ( আরবি ভাষা ও সাহিত্য বিষয়ক গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা)
আরবি ভাষা ও সাহিত্য প্রচার প্রসারে বহুমূখী উদ্যোগ নিচ্ছে মারকাযুল লুগাতিল আরাবিয়্যাহ। সকলের দোয়া ও সহযোগিতায় মারকায আরো সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
-এএ