বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত

সম্পর্কোন্নয়নে জোর বাংলাদেশ-পাকিস্তানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকায় নবনিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকীর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। সেখানে দেশ দুটির মধ্যে সম্পর্ক বাড়ানোর ওপর জোর দেয়া হয়েছে।

গতকাল বুধবার এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে তুরস্কের বার্তা সংস্থা আনাদলু।

পাকিস্তান মিশনের বরাত দিয়ে তারা জানায়, করোনাভাইরাসের বিস্তার রোধে সব সতর্কতা মেনে গত ১ জুলাই বাংলাদেশের রাজধানী ঢাকার সেগুনবাগিচায় বৈঠকটি অনুষ্ঠিত হয়। আলোচনার পরিধি বা গভীরতায় সৌজন্য বৈঠকটি বেশ তাৎপর্যপূর্ণ হয়ে উঠে।

প্রতিবেদনটিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এবং পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকীর এক ফ্রেমে থাকা ছবিও সংযুক্ত রয়েছে। এটির শিরোনাম করা হয়েছে 'পাকিস্তান, বাংলাদেশ হোল্ড টকস ইন পসিবল থ্রো'। তবে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর এখনো এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ-পাকিস্তানের শীর্ষ কূটনৈতিক পর্যায়ের সাম্প্রতিক এ বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নিতে সম্ভাব্য সকল উপায়ের ওপর জোর দেয়া হয়েছে। দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধিতে আগামীর সম্ভাব্য সব উপায় বা উদ্যোগ কাজে লাগাতে উভয় দেশই সম্মত হয়েছে।

এ ছাড়া বৈঠকে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দুই দেশ যেসব উদ্যোগ গ্রহণ করেছে তা নিয়ে পারস্পরিক মতবিনিময় হয়েছে। এ বিষয়ে পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী বলেন, আমরা ভ্রাতৃসুলভ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো শক্তিশালী করতে চাই।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ