বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭


করোনামুক্ত মদিনা মুনাওয়ারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের মদিনা মুনাওয়ারাকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে গালফ নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার করোনামুক্ত ঘোষণা করার আগে মদিনা মুনাওয়ারার আল-আইস শহরে ১৩ জন কোভিড-১৯ রোগী ছিলেন। তারা এখন সবাই এখন সুস্থ হয়েছেন। শহরটিতে প্রায় ৩০ হাজার মানুষ বাস করেন।

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে জারি করা বিধি-নিষেধ থেকে আস্তে আস্তে বেরিয়ে আসার চেষ্টা করছে সৌদি সরকর। এরই অংশ হিসেবে সম্প্রতি কারফিউ তুলে নেয়া হয়েছে। তবে ব্যতিক্রম পবিত্র মক্কা নগরীর ক্ষেত্রে। সংক্রমণের ঝুঁকি থাকায় মক্কায় এখনো কারফিউ রয়েছে।

সেইসঙ্গে এবারের হজ সীমিত পরিসরে করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বছর বিদেশ থেকে কেউ হজে যেতে পারবে না। স্থানীয় ও সৌদিতে অবস্থারত বিদেশিদের মধ্যে হাজার খানেক লোক নিয়ে এবারে হজ অনুষ্ঠিত হবে।

এ ছাড়াও করোনার কারণে দীর্ঘদিন স্থবির থাকা সৌদি আরবের বাসিন্দাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে দেশটির সরকার নানা পরিকল্পনা গ্রহণ করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ