বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭

শিরোনাম :
আগামী ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে: প্রেস সচিব ফের চালু হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম, জানা গেল তারিখ ১০ দলীয় নির্বাচনি ঐক্য বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে বিএনপি: তারেক রহমান নিউমার্কেট এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে, যান চলাচল শুরু ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিষদে যোগ দিচ্ছে যেসব মুসলিম দেশ আলেমদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য ব্যারিস্টার আরমানের, সমালোচনার ঝড় ওয়ার্ড জামায়াত সেক্রেটারি যোগ দিলেন ইসলামী আন্দোলনে ভোটের তিন বাক্স, ইসলামপন্থীদের প্রত্যাশার প্রতিফলন কতটা ঘটবে? ইনসাফপূর্ণ রাষ্ট্র বিনির্মাণে জমিয়ত মিরপুর জোনের সুধী সমাবেশ

মসজিদে নামাজ আদায়ে সৌদি সরকারের নতুন নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: নামাজের জন্য মসজিদগুলো খুলে দেয়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে চলার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন সৌদি আরবের ধর্ম বিষয়ক মন্ত্রী ড. আব্দুল লতিফ আল শাইখ।

আল-আরবিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে ড. আব্দুল লতিফ আল শাইখ বলেন, সরকার নামাজের জন্য মসজিদ খোলার সিদ্ধান্ত নিয়েছে। মসজিদ খোলার সাথে সাথে মুসল্লিদেরও নিজেদের স্বাস্থ্যের প্রতি খুব যত্নবান হতে হবে।

মুসল্লিদের বাড়ি থেকে অজু করে আসা ও নিজ নিজ জায়নামাজ সঙ্গে নিয়ে প্রতি আহ্বান জানান তিনি। এছাড়াও মুসল্লিদের মাস্ক ব্যবহার, মসজিদে প্রবেশের আগে হাত ধোয়া ও অন্যান্য সতর্কমূলক নির্দেশনা মানার প্রতি জোর দিয়েছেন তিনি।

আব্দুল লতিফ আল শাইখ বলেন, মক্কার মসজিদুল হারাম ব্যতীত দেশের সব মসজিদে শর্তসাপেক্ষে জুমার নামাজের অনুমতি দেয়া হয়েছে। সৌদি কর্তৃপক্ষ মসজিদে ইবাদাতের জন্য নতুন নির্দেশনা জারি করেছে।

এই নির্দেশনায় বলা হয়েছে, আজানের ১৫ মিনিট আগে মসজিদ খোলা হবে এবং ফরজ নামাজ আদায়ের ১০ মিনিট পর মসজিদ বন্ধ হয়ে যাবে। আজান এবং একামতের মধ্যে ১০ মিনিটের ব্যবধান থাকবে। নামাজের সময় মসজিদের সমস্ত দরজা ও জানালা খোলা রাখা হবে। অস্থায়ীভাবে মসজিদগুলো থেকে কুরআন এবং বইগুলো সরিয়ে ফেলা হয়েছে।

নতুন নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রত্যেক দুই মুসল্লির মাঝখানে একজনের জায়গা খালি রাখতে হবে এবং দুই কাতারের মধ্যে একটি কাতার ফাঁকা রাখতে হবে। মসজিদের সমস্ত এয়ার কুলার বন্ধ রাখতে হবে। মসজিদে কোনও ধরণের খাদ্য সামগ্রী বিতরণ করা যাবে না। নামাজের সময় মসজিদের অজু খানা বন্ধ থাকবে।

জুমার নামাজের ব্যাপারে এই নতুন নির্দেশনায় বলা হয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মসজিদে জুমার নামাজের ২০ মিনিট পূর্বে আজান দেয়া হবে এবং নামাজের ২০ মিনিট আগে মসজিদ খোলা হবে। নামাজ শেষ হওয়ার ২০ মিনিট পর মসজিদ বন্ধ করা হবে। জুমার খুতবা শেষ করতে হবে ১৫ মিনিটের মধ্যে।

আল আরাবিয়া উর্দু থেকে আব্দুল্লাহ আফফানের অনুবাদ

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ