বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
জামায়াত জোটের সংবাদ সম্মেলনে যাচ্ছে না ইসলামী আন্দোলন  প্রার্থী ও নেতাকর্মীদের নির্বাচনি আচরণবিধি মেনে চলার আহ্বান জমিয়তের আলেম-উলামাসহ সব ধর্মের মানুষ বিএনপির কাছেই নিরাপদ: শামা ওবায়েদ মাওলানা উবায়দুল্লাহ ফারুককে ইসির শোকজ সীমান্তের কোল ঘেঁষে শিশুর দেশপ্রেমী গান, নেটদুনিয়ায় তোলপাড় বিক্ষোভে প্রায় ২০০০ নিহত, দাবি ইরানি কর্মকর্তার নিকাব নিয়ে কটূক্তিকারীর শাস্তি না হলে ধরে নেব বিএনপি এই বক্তব্য ধারণ করে দুইটি মামলায় খালাস পেলেন আখতার হোসেন সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের কথা বলা হবে: সালাহউদ্দিন ‘রুমিন ব্যারিকেড’ ডিঙ্গাতে পারবেন কি মাওলানা জুনায়েদ আল হাবীব?

স্বল্প পরিসরে ঈদের জামাত অনুষ্ঠিত হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র মাহে রমজানের রহমতের দশ দিন ও মাগফিরাতের দশ দিন চলে গেছে। বাকি রয়েছে শুধু নাজাতের দশ দিন।

এর পরই বিশ্ব মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৪ থেকে ২৫ মের মধ্যে বাংলাদেশসহ পুরো বিশ্বে ঈদ উদযাপিত হবে।

তবে প্রতিবছরের ন্যায় এবার আর বড় পরিসরে কোথাও ঈদের জামাত অনুষ্ঠিত হবে না। মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করে ও সকল স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ পড়তে হবে। আর তা নিশ্চিত করতে মাঠে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেখানে বলা হয়, বর্তমানে দেশব্যাপী বিদ্যমান বিভিন্ন বিধি-বিধান ঈদুল ফিতরের নামাজের ক্ষেত্রেও প্রযোজ্য থাকবে। বিশেষ করে, উন্মুক্ত স্থানে বড় পরিসরে জমায়েত পরিহার করতে হবে। শিগগিরই এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

এদিকে দেশব্যাপী চলমান সাধারণ ছুটি সপ্তম দফায় বাড়ানো হয়েছে। আজ দুপুরে এ নিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এই দফায় নতুন করে ১৪ দিন যোগ হওয়ায় ছুটি গিয়ে ঠেকল ৩০ মে পর্যন্ত। তবে এই ১৪ দিনের মধ্যে আছে শবে কদর, ঈদুল ফিতর ও চার দিনের সাপ্তাহিক ছুটি।

মূলত ছুটি থাকবে ২৮ মে পর্যন্ত। ২৯ ও ৩০ তারিখ যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় সেই দুদিনও ছুটির সঙ্গে যোগ হয়ে গেছে। এর মধ্যে ২১ মে শবে কদরের সরকারি ছুটি। ২২ ও ২৩ তারিখ (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। ঈদুল ফিতরের ছুটি আছে ২৪, ২৫ ও ২৬ মে। সবমিলিয়ে ১৪ দিন পর ৩০ মে খুলতে পারে অফিস-আদালত।

দেশে করোনাভাইরাসের বিস্তার রোধে প্রথমবারের মতো সাধারণ ছুটি ঘোষণা করা হয় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত। পরিস্থিতির উন্নতি না হওয়ায় এরপর তা বাড়ানো হয় ১১ এপ্রিল পর্যন্ত। তৃতীয় দফায় বাড়ে ১৪ এপ্রিল পর্যন্ত। চতুর্থ দফায় ২৫ এপ্রিল পর্যন্ত। এরপর ৫ মে পর্যন্ত সাধারণ ছুটি বাড়ানো হয়েছিল পঞ্চম দফায়। এভাবে ৬ষ্ঠ দফায় বাড়ে ১৬ মে পর্যন্ত। এখন তা বর্ধিত করা হলো ৩০ মে পর্যন্ত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ