সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

পঞ্চগড়ে পুলিশের এএসআইয়ের করোনা শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পঞ্চগড়ে এবার পুলিশের এক এএসআইয়ের করোনা শনাক্ত হয়েছে। ৩৪ বছর বয়সী ওই পুলিশ সদস্য পঞ্চগড় পুলিশ লাইন্সে কর্মরত রয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত শনাক্ত ১৪ জনে দাঁড়ালো।

গতকাল বুধবার রাতে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। করোনা আক্রান্ত এক কয়েদীর সংস্পর্শে তিনি আক্রান্ত হয়েছেনে বলে জানা গেছে।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত ১ মে পঞ্চগড় কারাগাররে এক কয়েদির শ্বাসকষ্ট শুরু হলে তাকে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল এবং পরে রংপুর মেডিকেল কলজে হাসপাতালে পাঠানো হয়। ৫ মে ওই কয়েদির করোনা শনাক্ত হয়। তারপর ওই কয়েদির সংস্পর্শে আসা দুই পুলিশ সদস্য, ৪ জন কারারক্ষীসহ ১০ জনকে হোম কোয়ারন্টিনে রাখা হয় এবং নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। তাদের মধ্যে শুধু ওই পুলিশ সদস্যের করোনা শনাক্ত হয়।

পুলশি সুপার মুহাম্মদ ইউসুফ আলী বলেন, আক্রান্ত পুলিশ সদস্য করোনা আক্রান্ত এক কয়েদিকে রংপুর নিয়ে গিয়েছিলেন। এরপর থেকে তিনি পুলিশ লাইন্সে কোয়ারেন্টিনে ছিলেন। বর্তমানে তিনি ভালো আছেন। তাকে সেখানেই আইসোলেশনে রাখা হয়েছে। একই সাথে পুলিশ লাইন্সে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।

সিভিল সার্জন ডা. ফজলুর রহমান বলেন, এখন পর্যন্ত জেলায় করোনা সন্দেহে ৬৯৩ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে ৬৫১ জনের ফলাফলে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ