আওয়ার ইসলাম: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সব মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের জন্য বিশেষ ‘ঈদ উপহার’ তথা আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে কর্মহীন অসহায় মানুষের জন্য সরাসরি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ পাঠানো কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
গণভবন থেকে নগদ সহায়তা কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
একই সঙ্গে দেশের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকাও মোবাইল ব্যাংকিং তথা ডিজিটাল উপায়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, দেশের প্রতিটি সেক্টরের মানুষ যাতে কোনো না কোনোভাবে সহায়তা পান, কেউ যাতে বাদ না পড়ে, সে বিষয়টি আমরা নিশ্চিত করতে চাই।
প্রধানমন্ত্রী জানান, এর আগে দেশের ৬ হাজার ৯৫৯টি কওমি মাদরাসাকে ৮ কোটি ৩১ লাখ ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। আরো কিছু মাদরাসাকে সহায়তা দেওয়া হবে। সেইসঙ্গে ঈদের আগে দেশের সব মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের জন্যও সহায়তার ব্যবস্থা করা হচ্ছে।
তিনি বলেন, করোনার কারণে মসজিদগুলো ঠিকভাবে চলছে না। রোজার মাসে আমাদের মসজিদগুলোতে অনেক মানুষ আসে। অনেক টাকা-পয়সাও ইনকাম হয়। কিন্তু এবার সে সুযোগ হচ্ছে না। আমরা এ বিষয়ে খবর রাখি। তবে মসজিদ কমিটিতে যারা আছেন, বিত্তশালী যারা আছেন, তারাও সহায়তা করছেন। তার পরও আমি ইমাম ও মুয়াজ্জিনদের জন্য কিছু করার কথা ভেবেছি।
প্রধানমন্ত্রী আরো বলেন, দেশের ইমাম-মোয়াজ্জিনদের তালিকা আমাদের কাছে আছে। এই রোজার মাসে মসজিদ-মাদরাসা বন্ধ থাকায় তারা অসুবিধায় আছেন। তাই ঈদের আগে আমরা তাদের সহায়তা পৌঁছে দেবো।
তিনি বলেন, অদৃশ্য করোনাভাইরাসের কারণে সবকিছু স্থবির হয়ে পড়েছে। আমরা চেষ্টা করছি, এই পরিস্থিতিতেও যাতে মানুষের কাছে সরকারের সহায়তা পৌঁছে যায়।
করোনা পরিস্থিতির কারণে সৃষ্ট সংকটে সামাজিক সুরক্ষা বেষ্টনীর আওতা বাড়ানোর মাধ্যমে সরকার আরো বেশি মানুষের কাছে সহায়তা পৌঁছানোর চেষ্টা করছে। আর এরই অংশ হিসেবে আজ ৫০ লাখ অসহায় পরিবারের কাছে নগদ অর্থ সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে, বলেন প্রধানমন্ত্রী।
-এটি