আবদুল্লাহ তামিম: হজরত হাফেজ্জী হুজুর রহ. প্রতিষ্ঠিত জামিয়া নুরিয়া ইসলামিয়া কামরাঙ্গীর চর ঢাকার প্রথম উস্তাদ ক্বারী আবুল খায়ের (কারী সাহেব হুজুর) ইস্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ বুধবার ১৯ রমজান দুপুর ১২টায় তিনি ইন্তেকাল করেছেন। বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগরীর আমীর জামিয়া নুরিয়া ইসলামিয়া কামরাঙ্গীর চর মাদরাসার সিনিয়র উসতায মাওলানা মুজিবুর রহমান হামিদী।
তিনি বলেন, ১৯৬৪ সালে যখন জামিয়া নুরিয়া ইসলামিয়া কামরাঙ্গীর চর মাদরাসা প্রতিষ্ঠিত হয় তখন থেকেই এখানে শিক্ষকতা করছেন। মাত্র দশ টাকা ওয়াজিফায় তিনি খেদমত শুরু করেন। খুবই মুখলিস মানুষ ছিলেন। কুরআনের এই একনিষ্ঠ খাদেম ক্বারী আবুল খায়েরকে আল্লাহ রাব্বুল আলামীন জান্নাতুল ফেরদৌসের উঁচু মাকাম দান করুন।
আজ বাদ আসর জামিয়া নুরিয়া কামরাঙ্গীর চর মাদরাসা ময়দানে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তার বাড়ি ভোলা জেলায়। মৃত্যুকালে তার বয়স হয়েছে ৭৪ এর মত। তার চার ছেলে ও এক মেয়ে রয়েছে।
-এটি