সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

সিংড়ায় কৃষকদের থেকে চাল কুমড়া কিনল ইউএনও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহা. জাকারিয়া মাসউদ
নাটোর থেকে>

নাটোরের সিংড়া উপজেলার তাজপুর ইউনিয়নে বিস্তীর্ণ মাঠজুড়ে চাষ হয় চাল কুমড়ার। মহামারী করোনা ভাইরাস দুর্যোগ কালীন সময়ে কৃষকরা বঞ্চিত হচ্ছেন ন্যায্য দাম থেকে। তাই কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরাসরি কৃষকদের কাছ থেকে চাল কুমড়া কিনল উপজেলা প্রশাসন। যা বিতরণ করা হবে দুস্থদের মাঝে ত্রাণ হিসেবে।

সিংড়া উপজেলার তাজপুর ইউনিয়নের কুমড়া চাষিরা জানান, বিস্তীর্ণ এলাকায় কুমড়া চাষ হওয়ায় এবং উৎপাদন ভাল হওয়ায়, করোনাকালীন সময়ে পাইকারি ব্যবসায়ী না আসায় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছিলেন তারা। উপজেলা প্রশাসন তাদের কাছ থেকে কুমড়া কেনায় খুশি তারা। জেলার অন্যান্য উপজেলায় যদি এই কুমড়া এখান থেকে কিনে সরবরাহ করা হতো তাহলে আরো ভালো হতো বলে কৃষকরা জানান।

নাটোরের সিংড়া উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার বানু জানান, কৃষকদের উৎপাদিত কুমড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের তরফ থেকে উদ্যোগ নেয়া হয় চাল কুমড়ো কেনার। সরাসরি মাঠ থেকে কৃষকের কাছ থেকে প্রতিটি কুমড়া ১০ টাকা দরে গত এক সপ্তাহে ৬০০০ কুমড়া কেনা হয়েছে।

বর্তমানে নাটোরের বাজারে খুচরা কুমড়ার মূল্যই ১০ থেকে ১৫ টাকার মধ্যে। কৃষকদের সঙ্গে আলোচনা সাপেক্ষে এবং তাদের বেঁধে দেয়া দামি কুমড়াগুলো কেনা হয়। কুমড়ো গুলো সিংড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের অন্যান্য ত্রাণ সামগ্রীর সাথে বিতরণ করা হবে।

তিনি আরও জানান, প্রতি ইউনিয়ন ৪৫০ জন করে মোট ৫৪০০ জনকে দেয়া হচ্ছে ১০কেজি চাল,১ কেজি আলু, ১/২ কেজি ছোলা আর ১ টা করে কুমড়া। এছাড়া অন্যান্য যারা আসছেন প্রাণ সামগ্রী বিতরণ করা দেখতে তাদের মধ্যে একটি করে কুমড়ায় বিতরণ করা হচ্ছে। অতিরিক্ত ৬০০ টি কুমড়া এইভাবে বিতরণ করা হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে জেলা প্রশাসক মুহা. শাহরিয়াজ জানান, আমরা তথা বর্তমান সরকার সবসময়ই কৃষকদের বিষয়ে আন্তরিক। কৃষকরা যাতে কোনো ক্রমেই ক্ষতিগ্রস্ত না হয় আমরা সে ব্যাপারে সচেতন রয়েছি। ধান আম লিচুসহ অন্যান্য উৎপাদিত সামগ্রির যাতে ন্যায্য মূল্য পায় সেদিকে আমরা খেয়াল রাখছি। আমাদের যা যা করণীয় সব করছি।

এদিকে কৃষকদের কাছ থেকে সরাসরি চাল কুমড়া কেনায় এবং কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের ভূমিকা কে সাধুবাদ জানিয়েছে সচেতন মহল।

তারা বলেন, স্থানীয় ত্রাণ সহায়তা সহ সরকারি বিভিন্ন কাজে লাগতে পারে এমন পণ্য কৃষকদের কাছ থেকে সরাসরি কেনা হলে একদিকে যেমন তা কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করবে অপরদিকে সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত হবে। প্রশংসিত হবে এমন কার্যক্রম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ