আওয়ার ইসলাম: ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান, বর্ষীয়ান আলেমেদ্বীন ও রাজনীতিবিদ মাওলানা আব্দুল লতিফ নেজামীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন দলের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ।
আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, দেশের প্রখ্যাত ও শীর্ষ ইসলামী চিন্তাবিদ, ঈমানী সকল আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব, মাওলানা নেজামী রহ. বহু গুণে গুণান্বিত ছিলেন। আমি আমার জীবনে তাকে কোন দিন তাকে ভুলতে পারবো না। তার চিন্তা ও প্রজ্ঞা অভিভূত হওয়ার মতো। তার যুক্তিনির্ভর, গাম্ভীর্যপূর্ণ উচ্চারণে প্রতিবার অনুপ্রাণিত হয়েছি, তার আন্তরিকতাপূর্ণ দোয়া লাভ করেছি। তার হাস্যোজ্জল মুখ ভুলতে পারবো না। তার পরম স্নেহ, মমতায় সিক্ত হয়েছি জীবনের বাকে বাকে। তিনি ছিলেন একজন অভিভাবক আলেমে দীন। এদেশের এক পথনির্দেশক প্রাজ্ঞ আলেম। এ মুহূর্তে তার ব্যক্তিত্ব ও অভিভাবকত্বের জায়গাটিতে যে শূন্যতা তৈরি হয়েছে, তা পূরণ হবে কি না, জানি না।
মুফতি ফয়জুল্লাহ বলেন, আমরা যা হারালাম তার সাথে কোন কিছুর তুলনা চলে না। আল্লাহভীরু, মুখলিস, বিচক্ষণ, সময়োপযোগী দুরদর্শী সিদ্ধান্ত নিতে পারঙ্গম এই আলেম মনিষীর ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত। আমি তার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন এবং সহকর্মী ও শুভানুধ্যায়ীদের শ্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি।
দেশবরেন্য বিখ্যাত এই দরদী আলেম ও মুরুব্বীর জন্য আমরা মহান আল্লাহর শাহী দরবারে কায়মনোবাক্যে মুনাজাত করছি, আল্লাহ! আপনি আপনার এই প্রিয় মুখলিস, আলেম বান্দাকে আপনার রহমতের চাদরে আবৃত করে চিরস্থায়ী জান্নাতের মেহমান করে নিন।
-এএ