আওয়ার ইসলাম: করোনার কারণে ক্ষতিগ্রস্ত হওয়া শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠানগুলোর ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে ৩০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ক্ষতিগ্রস্তরা এখান থেকে স্বল্প সুদে ঋণ নিতে পারবেন। তবে ঋণখেলাপিরা এখান থেকে কোনো সুবিধা পাবেন না বলে জানানো হয়েছিল। সেই নিষেধাজ্ঞা এবার সীমিত করা হলো।
রোববার বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, কোভিড-১৯ মহামারির কারণে দাপ্তরিক কার্যক্রম সীমিত হয়ে পড়ায় ইন্টারনাল ক্রেডিট রিস্ক রেটিং (আইসিআরআর) কার্যক্রম ব্যাহত ও ঋণ গ্রহীতার প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয়েছে। তাই এখন ঋণখেলাপিরাও সরকার ঘোষিত প্রণোদনার অর্থ থেকে ঋণ নেয়ার সুবিধা পাবেন।
গত ৫ এপ্রিল করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য ৭২ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য থেকে ক্ষতিগ্রস্ত শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠানগুলোর জন্য ৩০ হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া হয়।
তখন কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছিল, সরকার ঘোষিত এ প্রণোদনার অর্থ ঋণখেলাপিদের দেয়া হবে না। বাকিরা ব্যাংকের মাধ্যমে এ তহবিল থেকে ৯ শতাংশ সুদে ঋণ নিতে পারবেন। এর মধ্যে ৪ দশমিক ৫ শতাংশ সুদ পরিশোধ করতে হবে উদ্যােক্তাদের। বাকি ৪ দশমিক ৫ শতাংশ সরকার ভর্তুকি হিসেবে দেবে।
-এএ