বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :

বিনা মূল্যে ২শ’ রোগীর করোনা টেস্ট করবে গণস্বাস্থ্য কেন্দ্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে প্রতিদিনই বাড়ছে করোনা ভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা। তাই পরিস্থিতি বিবেচনায় সম্পূর্ণ বিনা খরচে ২০০ রোগীর করোনা টেস্ট করে দেবে গণস্বাস্থ্য কেন্দ্র।

রোববার গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, মূল কাজটি করবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। তবে নিজস্ব ক্লিনিক্যাল ট্রায়ালের অংশ হিসেবে গণস্বাস্থ্য কেন্দ্রেই ২০০ রোগীর করোনা টেস্ট করা হবে।

তিনি বলেন, গতকাল একজন অতিরিক্ত সচিব বিভিন্ন হাসপাতাল ঘুরে চিকিৎসা না পেয়ে মারা গেছেন। এমন আরও অনেক হার্ট ও কিডনির রোগী আছেন, যারা চিকিৎসা করাতে পারছেন না। আবার এমন অনেকেই আছেন যাদের করোনা টেস্টে একটিতে পজেটিভ ও আরেকটি নেগেটিভ এসেছে। এখন তৃতীয় পরীক্ষা না করাতে পেরে চিকিৎসা করাতে পারছেন না। তাদেরকেই মূলত টেস্ট করানো হবে।

ডা. জাফরুল্লাহ বলেন, রোগীদের পরীক্ষার জন্য বিভিন্ন স্থানে বুথ বসানো লাগতে পারে। সেজন্য কী কী করতে হবে এবং কী ধরনের সমস্যার মুখোমুখী হতে হবে, তা জানতে একদিনের মধ্যেই সর্বোচ্চ ২০০ জন করোনা রোগীর নমুনা নেয়া হবে। টেস্টে যাদের ফল নেগেটিভ আসবে, তারা চাইলে গণস্বাস্থ্য কেন্দ্র থেকে চিকিৎসা নিতে পারবেন। আর যাদের পজেটিভ আসবে তাদের বিশেষায়িত করোনা হাসপাতালগুলোতে পাঠিয়ে দেয়া হবে।

‘কিটের কার্যকারিতা প্রসঙ্গে আজকে গণস্বাস্থ্য কেন্দ্রকে চিঠি দেবে বিএসএমএমইউ। সেই প্রেক্ষিতে আগামীকাল থেকে তাদের চাহিদা অনুযায়ী কিট সরবরাহ করা হবে। এরপরই তারা কিটের কার্যকারিতা পরীক্ষা শুরু করবে।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ