বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :

ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসি'র ভ্রাম্যমাণ আদালত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডেঙ্গু প্রতিরোধে আজ রোববার থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। নগরবাসীক ডেঙ্গু থেকে সুরক্ষা দেওয়ার লক্ষ্যে ডিএনসিসির বিভিন্ন এলাকায় এসব মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা তাদের নিজ নিজ এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করবেন।

এতে বলা হয়েছে, পূর্বের ঘোষণা অনুযায়ী ডিএনসিসির আওতাধীন বিভিন্ন বাড়ি, ভবন, প্রতিষ্ঠানের বিশেষ করে নির্মাণাধীন ভবনের ভেতরে-বাইরে, আশেপাশে কোথাও এডিস মশার বংশ বিস্তার উপযোগী পরিবেশ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়টি ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে সবাইকে জানানো হয়েছে। এছাড়া ডিএনসিসির সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

ডিএনসিসির প্রতিটি ওয়ার্ডে গত তিন দিন ধরে এ বিষয়ে মাইকিংয়ের মাধ্যমে সর্বসাধারণকে অবগত করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ