বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :

জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানকে সিএমএইচে স্থানান্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উন্নত চিকিৎসার জন্য জাতীয় অধ্যাপক ড.আনিসুজ্জামানকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়েছে।

আজ শনিবার মহাখালীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালের (সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে এই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন বাংলা বিষয়ের এই বিশিষ্ট অধ্যাপক। ডা. আশীষ কুমার চক্রবর্তী বলেন, পরিবারের ইচ্ছাতে তাকে ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল থেকে আজ সিএমএইচে নেয়া হয়েছে।

তিনি বলেন, অধ্যাপক আনিসুজ্জামান হার্ট, কিডনিসহ বেশ কিছু রোগে ভুগছিলেন। চিকিৎসার পর এখন এমনিতে ভালো আছেন, তবে তার কিছুটা স্মৃতিভ্রষ্টতার সমস্যা দেখা দিয়েছে। এখন যাকে চিনতে পারছেন কিছুক্ষণ পর পারছেন না। মাঝে মাঝে অসংলগ্ন কথা বলছেন। সেজন্য পরিবার থেকে তাকে সিএমএইচে নেয়ার কথা ভাবা হয়। আমরা এতে সম্মতি দেই।

এর আগে বার্ধক্যজনিত সমস্যার কারণে গত ২৭ এপ্রিল রাজধানীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হন অধ্যাপক আনিসুজ্জামান। সেখানে চিফ কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা. খন্দকার কামরুল ইসলামের অধীনে চিকিৎসা নেন তিনি।

এপ্রিলের প্রথম সপ্তাহেও একই ধরনের সমস্যার কারণে অধ্যাপক আনিসুজ্জামানকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছিল একবার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ