বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :

করোনা রোধে সকল কারাগারে স্প্রে করা হবে ‘ভাইরাস জিরো’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস প্রতিরোধ এবং কারাবন্দিদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে দেশের সব কারাগারে নতুন ওষুধ ‘ভাইরাস জিরো’ স্প্রে করা হবে।

আজ শুক্রবার কারা অধিদফতরের অতিরিক্ত মহাপরিদর্শক কর্নেল আবরার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃস্পতিবার দেশের সব কারাগারে ‘ভাইরাস জিরো’ পাঠিয়ে দেয়া হয়েছে। কোরিয়া থেকে আমদানি করা এই ওষুধ সুষ্ঠুভাবে ব্যবহারের জন্য কারা অধিদফতরের সব ডিআইজি ও কারা-কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে। কারাগারে নতুন বন্দি আসলে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রেখে সুস্থতা নিশ্চিত করে অন্য বন্দিদের সঙ্গে রাখা হচ্ছে। করোনার কোনো আলামত বা উপসর্গ দেখা গেলে সঙ্গে সঙ্গে তার জন্য আশেপাশে যারা আছে সবাইকে আলাদা করা হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনার চেয়েও বাড়তি প্রস্তুতি গ্রহণ করেছি। এরইমধ্যে ৮টি আইসোলেশন সেন্টার করা হয়েছে। বন্দিদের মধ্যে এখনও কোনো করোনা পজেটিভ পাওয়া যায়নি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালন করা ২০ কারারক্ষীর করোনা শনাক্ত হয়েছে এবং তাদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ