বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :

চলতি মাসেই দেশে করোনার চিকিৎসায় রেমডিসিভির প্রয়োগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মরণব্যাধী করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। সেই ধারাবাহিকতায় শিগগিরই করোনার সম্ভাব্য ভ্যাকসিন রেমডিসিভির রোগীদের চিকিৎসায় প্রয়োগ করা হবে। পাশাপাশি আগামী জুন মাস থেকে দেশে যুক্তরাজ্য ও চীনের তৈরি দুটি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করা হতে পারে।

বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে ওষুধ প্রশাসন অধিদপ্তরে কয়েকটি ওষুধ কোম্পানির সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন অধিদপ্তরের ডিজি মেজর জেনারেল মাহাবুবুর রহমান।

তিনি বলেন, এই মুহূর্তে বিশ্বের আটটি দেশে করোনা প্রতিরোধী ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা চলছে। ইতোমধ্যে বেশ কযেকটি দেশ ভ্যাকসিন আবিষ্কার করেছে বলে দাবি করেছে। এর মধ্যে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও চীনের একটি ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেছে সরকার।

আশা করছি, প্রতিষ্ঠান দুটির কাছ থেকে ভ্যাকসিন এনে সেগুলোর ক্লিনিক্যাল ট্রায়াল আগামী জুন মাস থেকেই শুরু করা যাবে। এ নিয়ে প্রতিষ্ঠান দুটির সঙ্গে আইইডিসিআরের পক্ষ থেকে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে, যোগ করেন জেনারেল মাহাবুবুর রহমান।

ওষুধ প্রশাসন অধিদপ্তরের ডিজি বলেন, এ ছাড়া আগামী ২০ মে এর মধ্যে কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় সম্ভাব্য ওষুধ রেমডিসিভির প্রয়োগ শুরু হতে পারে বলে আশা করছি। ইতোমধ্যে দেশের আটটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে রেমডিসিভির উৎপাদনের অনুমতি দেয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ